বুধবার, ১ মার্চ, ২০১৭ ০০:০০ টা
শুল্কমুক্ত গাড়ির অপব্যবহার

ইউএনডিপির সাবেক কান্ট্রি ডিরেক্টরকে তলব

নিজস্ব প্রতিবেদক

শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ির অপব্যবহারের অভিযোগে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির সাবেক কান্ট্রি ডিরেক্টর স্টিফান প্রিজনারকে ৩০ মার্চ তলব করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। গতকাল শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান সাংবাদিকদের বলেন, এ বিষয়ে সোমবার তাকে দ্বিতীয়বারের মতো চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে তাকে ৩০ মার্চ তলব করা হয়েছে। বর্তমানে উজবেকিস্তানে কর্মরত প্রিজনারকে ২৮ ডিসেম্বর চিঠি দেওয়া হলে তিনি আসতে অপারগতা প্রকাশ করেছিলেন।

প্রিজনার ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশে ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর ছিলেন। ২০১২ সালে বাংলাদেশ ছাড়ার সময় তিনি শুল্কমুক্ত সুবিধায় আনা মিতসুবিসি পাজেরো মডেলের গাড়িটি ব্যবসায়ী তারেক হাসানের কাছে হস্তান্তর করেন। গত ডিসেম্বরের প্রথম দিকে গুলশানের একটি বাসা থেকে গাড়িটি জব্দ করেন শুল্ক  গোয়েন্দারা। কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের জন্য সংরক্ষিত হলুদ নম্বর প্লেটসহ গাড়িটি তারেক হাসান ব্যবহার করতেন বলে জানান মইনুল খান। এরপর শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগের তদন্তের অংশ হিসেবে প্রিজনারকে নোটিস দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর