বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

আশিয়ানের আবেদন তালিকা থেকে বাদ দিলেন চেম্বার জজ

নিজস্ব প্রতিবেদক

আশিয়ানের আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। গত বছর আগস্টে সর্বোচ্চ আদালতের দেওয়া একটি স্থগিতাদেশ স্থগিত চেয়ে ওই আবেদন করেছিল আশিয়ান সিটি। কিন্তু চেম্বার জজ সৈয়দ মাহমুদ হোসেন মঙ্গলবার আশিয়ানের আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। আদালত সূত্রে জানা যায়, গত বছর আগস্টে সুপ্রিম কোর্ট আশিয়ান সিটির সব ধরনের প্লট বিক্রি এবং এ-সংক্রান্ত বিজ্ঞাপন প্রচার ও প্রকাশের ওপর স্থগিতাদেশ জারি করে। সরকার ও আটটি মানবাধিকার সংগঠনের পক্ষে পৃথক দুটি আবেদন করা হয়েছিল। গত বছর ২২ আগস্ট শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আশিয়ান সিটি হাউজিং প্রজেক্টের উত্তরা ও সংলগ্ন এলাকার সব প্লট বিক্রির ওপর নিষেধাজ্ঞাসহ এ-সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ডের ওপর স্থগিতাদেশ জারি করে। একই সঙ্গে ওই সব প্লট বিক্রি-সংক্রান্ত যে কোনো ধরনের বিজ্ঞাপন প্রচার ও প্রকাশনার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সর্বোচ্চ আদালত ওই সময় হাই কোর্টের ১৬ আগস্টের হাউজিং প্রজেক্ট বাতিল ঘোষণা করে দেওয়া রায়ও স্থগিত করে। মানবাধিকার সংগঠনের আইনজীবী সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, আশিয়ানের আবেদন চেম্বার আদালতের কার্যতালিকা থেকে বাদ দেওয়ার মধ্য দিয়ে আশিয়ান সিটি কর্তৃপক্ষ এখন আর ঢাকার উত্তরখান, দক্ষিণখান, বরুয়া ও বুথার মৌজায় কোনো ধরনের প্লট বিক্রি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

সর্বশেষ খবর