বুধবার, ৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

আগারগাঁও থেকে অপহরণ মানিকগঞ্জে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দক্ষিণ আগারগাঁও থেকে অপহৃত তিন বছরের এক শিশুকে মানিকগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব। একই সঙ্গে এই অপহরণে জড়িত সন্দেহে আবদুল মালেক ও বিউটি বেগম নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোরে মানিকগঞ্জ  সদর থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ আলী জানান, আগারগাঁও গাছমাঠ বস্তির বাসিন্দা লায়লা বেগম ও তার স্বামী শনিবার সকালে দুই ছেলে রাকিব হোসেন ও সাকিব হোসেনকে বাসায় রেখে কাজে যান। দুপুর আড়াইটার দিকে বাসায় এসে ছোট ছেলে সাকিবকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে জানতে পারেন, প্রতিবেশী জোসনার বাসায় থাকা বিউটি শিশু সাকিবকে নিয়ে শ্যামলী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছে। জোসনাকে বিষয়টি জানালে সে বলে, বিউটি তার ধর্মবোন। এ সময় বিউটিকে ফোন করলে সে শ্যামলী এলাকায় আছে বলে জানায় এবং সময়মতো চলে আসার কথা বলে মোবাইল বন্ধ করে দেয়। এরপর ভিকটিমের মা অভিযোগ করলে র‌্যাব জানতে পারে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অপহরণকারীরা অবস্থান করছে। সেখান থেকে বিউটিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, সাকিবকে সে ১০ হাজার টাকার বিনিময়ে খালেকের কাছে জমা রেখেছে। তাত্ক্ষণিক বিউটিকে নিয়ে খালেকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক ও সাকিবকে উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর