Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ১০ মার্চ, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ৯ মার্চ, ২০১৭ ২৩:৩৩

দুর্বৃত্তের অ্যাসিডে ঝলসে গেল বাবা-মেয়ে

ফরিদপুর প্রতিনিধি

দুর্বৃত্তের অ্যাসিডে ঝলসে গেল বাবা-মেয়ে

ফরিদপুরের সালথা উপজেলায় দুর্বৃত্তের ছোঁড়া অ্যাসিডে ঝলসে গেছে বাবা-মেয়ে। ভুক্তভোগীরা হলেন— রওশন শেখ (৪০) ও তার মেয়ে সাবিনা (১৮)। উপজেলার কাগদী পশ্চিমপাড়ায় বুধবার রাত ১১টায় এ ঘটনা ঘটে। দগ্ধদের রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকালে রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।

স্থানীয় সূত্র জানায়, রওশন শেখ কাগদী গ্রামের জনাব আলীর ছেলে। তিনি ঢাকায় দিনমজুরের কাজ করেন। তার মেয়ে সাবিনা স্থানীয় মাদ্রাসার ছাত্রী। রওশন অভিযোগ করেন, স্থানীয় পাচু মাতুব্বরের ছেলে আকাদ্দেছ ও হাবিবুর, কাদেরের ছেলে আবুলসহ কয়েকজন রাতে তাদের ওপর হামলা চালায়। এ সময় তারা ঘরে ঢুকে এসিড ছুড়ে পালিয়ে যায়। অভিযুক্তদের দাবি, ‘এটি সাজানো নাটক। কে বা কারা অ্যাসিড নিক্ষেপ করেছে আমাদের জানা নেই। জমি সংক্রান্ত বিরোধের জেরে আমাদের ফাঁসানোর চেষ্টা চলছে।’ সালথা থানার ওসি আমিনুল ইসলাম জানান, জমি কেনা-বেচা নিয়ে একটা বিরোধ ছিল বলে জানতে পেরেছি। কে বা কারা অ্যাসিড নিক্ষেপ করেছে তা জানতে তদন্ত চলছে।


আপনার মন্তব্য