শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা
কূটনীতিক সুবিধার অপব্যবহার

দুটি বিলাসবহুল গাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক

কূটনীতিক সুবিধার অপব্যবহারের অভিযোগে রাজধানীতে দুটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। গতকাল বেলা ১১টার দিকে বিএমডব্লিউ ও ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়ি দুটি জব্দ করা হয়। শুল্ক         গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, মো. মুকুল হোসেন এবং আশরাফ আলী নামে দুজন ব্যক্তি গাড়ি দুটি স্বেচ্ছায় তাদের কাকরাইলের অফিসে জমা দিয়ে যান। তবে গাড়ি দুটি দীর্ঘদিন মিরপুর ১২ নম্বরের একটি ওয়ার্কশপে লুকিয়ে রাখা ছিল। কোন দূতাবাসের নামে গাড়িগুলো আমদানি করা হয় এবং কারা পরবর্তীতে সেগুলো ব্যবহার করেছে সে সম্পর্কে তিনি কিছু জানাননি। অভিযোগ রয়েছে, গাড়ি দুটো ঢাকায় অবস্থিত একটি বিদেশি দূতাবাসের নামে আমদানি করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে কাস্টমস আইনের বিধান অনুযায়ী গাড়িগুলো সুষ্ঠুভাবে নিষ্পত্তি না করে একজন অভিজাত ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেওয়া হয়। ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্যবহার করলেও কাগজপত্র নিজ নামে করেননি।

সর্বশেষ খবর