Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : রবিবার, ১৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ১৮ মার্চ, ২০১৭ ২৩:৪০

অষ্টম কলাম

ভারতে তিন তালাক প্রথার বিলুপ্তি চাই

মুসলিম নারীদের গণস্বাক্ষর

দীপক দেবনাথ, কলকাতা

ভারতে তিন তালাক প্রথার বিলুপ্তি চাই

তিন তালাক প্রথার বিরুদ্ধে এবার সোচ্চার হলেন ভারতীয় মুসলিম নারীরা। দেশটি থেকে তিন তালাক প্রথার বিলুপ্তি চেয়ে প্রায় ১০ লাখেরও বেশি মুসলিম একটি পিটিশনে স্বাক্ষর করে। তিন তালাকের বিরুদ্ধে ওই সই স্বাক্ষর সংগ্রহে নেমেছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর মুসলিম শাখা ‘মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ’। তাতেই দেখা গেছে সমাজের একটি বিরাট সংখ্যক মুসলিম তিন তালাকের ইতি চাইছেন। ‘তালাক’ শব্দকে ঘিরে ইতিমধ্যেই ভারতজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। মুসলিম সম্প্রদায়ের প্রচলিত এই প্রথাটি তুলে দেওয়া হবে কি না তা সুপ্রিম কোর্টের বিচারাধীন। সম্প্রতি তিন তালাকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয় শীর্ষ আদালতে। তার শুনানি চলছে। তিন তালাকের অবসান চেয়ে সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিয়েছেন একাধিক নারী। মোদি সরকারও চায় তিন তালাক প্রথা তুলে দিতে। সম্প্রতি উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের প্রচারণায় গিয়ে মোদিসহ বিজেপির অন্যান্য নেতারা তাদের প্রচারণায় এই বিষয়টিকে তুলে ধরেন। মোদিও একটি সভায় মন্তব্য করে বলেন, তিন তালাকের জন্য মুসলিম নারীদের জীবন নষ্ট হতে দেওয়া যায় না। ফলে সেদিন স্পষ্ট হয়ে যা তিন তালাক নিয়ে কেন্দ্রের অবস্থা কী হতে চলেছে। যদিও কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের বিরোধিতা করেছে মুসলিম পার্সোনাল ল’বোর্ড। সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোও।

 


আপনার মন্তব্য