সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সরকারি হচ্ছে আরও ২৮৫ কলেজ

নিজস্ব প্রতিবেদক

সারা দেশের মোট ২৮৫টি কলেজকে বেসরকারি থেকে সরকারিতে রূপান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ওইসব কলেজের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। গত বৃহস্পতিবার মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ দেয়। সেখানে জরুরি ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সচিবের বরাবর রেজিস্ট্রি করা দানপত্র দলিল (ডিড অব গিফট) পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। সেটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ, জেলা প্রশাসক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে (মাউশি) বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, যেসব উপজেলায় সরকারি কলেজ নেই, সেখানকার একটি করে কলেজ সরকারি করার পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে সরকারি কলেজের সংখ্যা ৩২৭। নতুনগুলো যুক্ত হওয়ার পর এ সংখ্যা ৬শর কিছু বেশি হবে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর