সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বয়লার বিস্ফোরণে মৃত্যু আরও আটজনের

নিজস্ব প্রতিবেদক, রংপুর

দিনাজপুরে যমুনা অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ জনে। রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল থেকে রাত পর্যন্ত মৃত্যু হয়েছে ছয়জনের। এরা হলেন-শফিকুল ইসলাম (৪৫), উদয় চন্দ  (২২), দুলাল চন্দ্র (৩৫), দেলোয়ার হোসেন (৫০), মুকুল (৩৫) ও মুন্না (৩২)। এরা সবাই ওই রাইস মিলের শ্রমিক ছিলেন। এর আগে শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই মিলের ব্যবস্থাপক রঞ্জিত রায়ের (৫০)। অন্যদিকে গতকাল সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মো. রিপন (৩০)। দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ মোড়ে যমুনা অটো রাইস মিলে বুধবার সকালে বয়লার বিস্ফোরণে নারীসহ ২১ জন দগ্ধ হন। দগ্ধদের রংপুর ও দিনাজপুরে ভর্তি করা হয়। শুক্রবার পর্যন্ত রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়। রমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারী বিভাগের প্রধান মারুফুল ইসলাম জানান, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৮ শ্রমিকের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে তিনজনকে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। বাকি দুজনের অবস্থা উন্নতির দিকে। অপরদিকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুজনের শারীরিক অবস্থারও অনেকটা উন্নতি হয়েছে বলে হাসপাতালের পরিচালক সারওয়ার জাহান জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর