সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
অধ্যাপক রেজা হত্যার এক বছর

এখনো হয়নি অভিযোগ গঠন, বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের বিচার দাবি করে বিক্ষোভ-সমাবেশ করেছেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা।

এ হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হয়েছে গতকাল। হত্যাকাণ্ডের মূলহোতা নব্য জিএমবির সদস্য শরিফুল ইসলামের খোঁজ এখনো বের করতে পারেনি পুলিশ। নির্মম এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের ছয় মাস অতিবাহিত হয়েছে, কিন্তু অভিযোগ গঠন করা হয়নি। বিচার প্রক্রিয়ার এই ধীরগতিতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন রেজাউলের পরিবার ও রাবির ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। খুনিদের দ্রুত বিচার  দাবিতে গতকাল মানববন্ধন, সমাবেশ ও র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন তারা। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম শান্তনুরের সঞ্চালনায় মানববন্ধনে সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ্ বলেন, মামলার একটি চার্জশিট দিতে দেখেছি। কিন্তু চূড়ান্ত পরিণতিতে বিচারকার্য এগিয়ে নিতে দেখা যাচ্ছে না। মামলায় যে অগ্রগতি হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট নই। আমরা খুনিদের ফাঁসি চাই। এর আগে সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাসে র‌্যালি বের করেন ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। শেষে প্রতিবাদ ও সংহতি মঞ্চে সমাবেশ করা হয়। একই সঙ্গে ইংরেজি বিভাগ বেলা সাড়ে ১২টায় দোষীদের বিচারের আওতায় এনে বিচারকার্য দ্রুত শেষ করতে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারকে স্মারকলিপি দেয়। বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়। মূলহোতা গ্রেফতার না হওয়ায় হতাশা প্রকাশ করে অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর মেয়ে রিজওয়ানা হাসিন শতভী বলেন, ‘বাবা খুন হওয়ার এত দিন হয়ে গেল, অথচ এখনো শরিফুল গ্রেফতার হয়নি।’ তিনি ঘাতককে দ্রুত গ্রেফতার করে দ্রুত বিচার নিষ্পত্তি করার দাবি জানান। এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটনের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুস সাত্তার বলেন, অপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে মামলার অভিযোগ গঠন করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর