সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

গ্রামীণব্যাংকের আদলে আফ্রিকার ১৪ দেশে ব্যাংক হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

জেনেভায় এগফান্ডের উপদেষ্টা কাউন্সিলের সভায় সভাপতিত্ব করলেন শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশের প্রফেসর মুহাম্মদ ইউনূস। যেখানে মধ্য ও পশ্চিম আফ্রিকার ১৪টি দেশে দরিদ্রদের জন্য ১৪টি নতুন ব্যাংক স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। আগামী পাঁচ বছরে এগফান্ডের অর্থায়নে এ ব্যাংকগুলো স্থাপন হবে। যেসব দেশে ব্যাংকগুলো হবে তার মধ্যে ৮টি দেশ পশ্চিম আফ্রিকা ও ৬টি দেশ মধ্য আফ্রিকাভুক্ত। গত ১৯ এপ্রিল জেনেভাস্থ জাতিসংঘ দফতরে এগফান্ড (আরব গাল্ফ ফান্ড)-এর উপদেষ্টা পরিষদের তৃতীয় এই সভাটি অনুষ্ঠিত হয়।

রাজধানীর ইউনূস সেন্টার থেকে গতকাল প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্পেনের রানী সোফিয়া বিশেষ অতিথি হিসেবে সভায় অংশগ্রহণ করেন। সভায় আরও অংশ নেন ইসলামী উন্নয়ন ব্যাংকের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ড. আহমেদ মোহাম্মদ আলী এবং এগফান্ড পুরস্কার কমিটির বোর্ড সদস্যবৃন্দ। প্রফেসর ইউনূসের উৎসাহ ও সমর্থনে এগফান্ডের অর্থায়নে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৯টি দেশে ইতিমধ্যে দরিদ্রদের জন্য ৯টি ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। এ ব্যাংকগুলোর ঋণ আদায় হার প্রায় ৯৯ শতাংশ এবং ঋণগ্রহীতাদের বড় অংশই নারী। সামাজিক ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত এ ব্যাংকগুলো পুরোপুরি বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ পদ্ধতি অনুসরণ করছে। এগফান্ড বিদ্যমান ও ভবিষ্যতে প্রতিষ্ঠিত এ ব্যাংকগুলোর মাধ্যমে ২০২১ সালের মধ্যে ১০০ কোটি মার্কিন ডলার সমপরিমাণ ঋণ বিতরণের পরিকল্পনা করছে। প্রফেসর মুহাম্মদ ইউনূসের উৎসাহে প্রিন্স তালাল বিন আবদুল আজিজ আল সৌদ এগফান্ডকে ক্ষুদ্র ঋণের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেন। উপদেষ্টা পরিষদ আগামী বছর থেকে এগফান্ড পুরস্কারের পরিমাণ বর্তমানে প্রদত্ত ৫ লাখ ডলার থেকে ১০ লাখ ডলারে উন্নীত করার ঘোষণা দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর