সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বিমানবন্দরে কোকেন কারবারির হদিস মেলেনি

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়া ৭৫০ গ্রাম ওজনের কোকেন কারবারীকে ধরতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে কারবারীকে শনাক্তে কাজ করছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ ঘটনায় গত শনিবার রাতে বিমানবন্দর থানায় একটি মামলা করেছেন ডিএনসির সূত্রাপুর সার্কেলের পরিদর্শক হেলাল উদ্দিন ভূইয়া। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, উগান্ডা থেকে দুবাই হয়ে ফেডেক্স পার্সেলের ৬ কেজি ব্যাগের ভিতরে কোকেনগুলো আসে। প্রেরকের ঠিকানা ছিল, ‘নানিওনগা গ্রাচ, বাজিগা কামপালা, উগান্ডা’। প্রাপক ছিলেন, ‘মোকমান  হোসেন, বাড়ি নম্বর

 ৯৫, রোড ১৩, সেক্টর ১০, উত্তরা’। শনিবার বিকালে উত্তরার ওই বাড়িতে অভিযান চালায় ডিএনসির দল। সেখানে একটি গার্মেন্ট আছে। তবে মোকমান হোসেন নামে কারো অস্বিত্ব পাওয়া যায়নি। ডিএনসির এডি (ঢাকা মেট্রো-উত্তর) খোরশিদ আলম জানান, মোকমান নামে যে ঠিকানা দেওয়া হয়েছে সেটি ভুয়া। তবে কিছু ক্লু আছে। তা ধরে আমরা কাজ করছি। ডিএনসি বলছে, উগান্ডা থেকে উত্তরার মোকমান হোসেন নামে এক ব্যক্তির নামে কোকেনের একটি চালান আসে। এবিপিএন সদস্যরা তা মেপে দেখার আগেই প্যাকেট খোলা এবং ধারনা নির্ভর তথ্য সরবরাহের কারণে কোকেনের পরিমাণ নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছিল। এপিবিএন সদস্যরা ৭৫০ গ্রাম কোকেনের আলামতই আমাদের বুঝিয়ে দিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর