মঙ্গলবার, ৯ মে, ২০১৭ ০০:০০ টা
কৃষি সংবাদ

জাপানি ফল ‘মাস্কমেলন’ চাষে সফল গবেষকরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জাপানি ফল ‘মাস্কমেলন’ চাষে সফল গবেষকরা

চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে জাপানের জনপ্রিয় ফল ‘মাস্কমেলন’ চাষে সফলতা পেয়েছেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

‘বাণিজ্যিক সম্ভাবনা আছে’ উল্লেখ করে এই গবেষকরা জানান, এটি চাষ করে ভিটামিনের চাহিদা পূরণের পাশাপাশি মাত্র এক বিঘা জমিতে ৪ থেকে ৫ মাসে ৫০-৬০ হাজার টাকা আয় করা সম্ভব। গত বৃহস্পতিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অডিটোরিয়ামে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে শষ্য উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক ড. মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি দল প্রায় ২ বছর গবেষণার পর এই সফলতা পান। বরেন্দ্র অঞ্চলের মাটি ও আবহাওয়া এই ফল চাষে বেশ উপযোগী। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর এ বি এম রাশেদুলসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর