শনিবার, ১৩ মে, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

বিশ্বের সবচেয়ে ঘনবসতির শহর ঢাকা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকায় দিন দিন বাড়ছে জনসংখ্যা। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যে গত বছর ঢাকায় প্রতিদিন নতুন মুখ যুক্তের সংখ্যা ছিল প্রায় ১ হাজার ৭০০ জন। গ্রাম ও জেলা শহর থেকে যারা আসছেন তারা স্থায়ী হয়ে যাচ্ছেন এই শহরে। যাতে বেড়েই চলেছে ঢাকা ও এর আশপাশ এলাকার (মেগাসিটি) জনসংখ্যা। এখন প্রতি বর্গকিলোমিটারে এখানে বাস করছেন ৪৪ হাজার ৫০০ মানুষ। জাতিসংঘের আবাস জরিপ থেকে সমপ্রতি এ তথ্য পাওয়া গেছে; যা প্রকাশিত হয়েছে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানেও। এতে বলা হয়েছে, পৃথিবীর সবচেয়ে ঘনবসতির শহর ঢাকা। চলতি বছরের হিসাবে এই তথ্য বের করেছে জাতিসংঘ। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাই। সেখানে প্রতি বর্গকিলোমিটারে ৩২ হাজার ৪০০ জনের বেশি মানুষের বসবাস। উত্তর আমেরিকার মধ্যে নিউইয়র্ক সিটি হচ্ছে সবচেয়ে ঘনবসতির। গত বছর ইউএনএফপিএ’র এক প্রতিবেদনে বলা হয়, পৃথিবীর মেগাসিটিগুলোর মধ্যে ঢাকার জনঘনত্ব সবচেয়ে বেশি। প্রতি বর্গকিলোমিটারে ৪৩ হাজার ৫০০ মানুষ বাস করে; বছর ঘুরতেই যা বাড়ল আরও হাজারখানেক।

সর্বশেষ খবর