মঙ্গলবার, ১৬ মে, ২০১৭ ০০:০০ টা

ফার্মগেটে শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে ধাওয়া, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

সরকারি বিজ্ঞান কলেজের ছাত্রদের মারধরের ঘটনায় শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীরা শিখর পরিবহনের কয়েকটি বাস ভাঙচুর করেন। এ নিয়ে রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা ফার্মগেট সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ এবং বেধড়ক মারধর করে রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শিক্ষার্থীরা জানান, গতকাল সকালে শিখর বাসের হেলপার ও চালক চার শিক্ষার্থীকে মারধর করে মাথা ফাটিয়ে দেন। খবর পেয়ে বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট সড়কে এসে অবস্থান নেন। পরে তারা শিখর পরিবহনের কয়েকটি বাস ভাঙচুর করেন। এক শিক্ষার্থী বলেন, ‘আমরা প্রতিবাদ করতে চাচ্ছিলাম। কিন্তু পুলিশ উল্টো আমাদের ওপর হামলা করেছে। প্রতিটি বাস আমাদের থেকে হাফ ভাড়া নিলেও শিখর ভাড়া নিয়ে প্রায়ই ঝামেলা করে।’ তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া জানান, ‘সকালে বিজ্ঞান কলেজের ছাত্রদের সঙ্গে ভাড়া নিয়ে কথাকাটাকাটি হয়েছে। এরই জেরে বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা শিখর পরিবহনের দুটি গাড়ি ভাঙচুর করেন। পরে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

সর্বশেষ খবর