মঙ্গলবার, ৩০ মে, ২০১৭ ০০:০০ টা

আজ জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

আজ জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী

আজ ৩০ মে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের এদিন ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী কিছু সেনা সদস্যের হাতে নিহত হন তিনি। এরপর থেকে বিএনপি আজকের দিনটি জিয়াউর রহমানের ‘শাহাদাত দিবস’ হিসেবে পালন  করে আসছে। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ১৫ দিনব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে। রাজধানীতে আজ থেকে টানা দুই দিন ৪২টি পয়েন্টে দুস্থদের মধ্যে ইফতার, শাড়ি-লুঙ্গিসহ নানা বস্ত্রসামগ্রী বিতরণ করবেন মরহুম জিয়াউর রহমানের সহধর্মিণী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঢাকা মহানগর বিএনপি দক্ষিণ শাখার উদ্যোগে আজ ২৫টি পয়েন্টে এ সামগ্রী বিতরণ করবেন বেগম জিয়া। একইভাবে আগামীকাল ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগেও ১৭টি পয়েন্টে এসব সামগ্রী বিতরণ কর্মসূচি রয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন। এ উপলক্ষে গতকাল রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাণীতে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান অনৈতিক সরকার একদলীয় সরকারের আদলে দেশ পরিচালনা করছে। বিরোধী দলের অধিকার, চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা ভূলুণ্ঠিত করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এমতাবস্থায় হারানো সব গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবারও বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।’ জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী থানার বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন। শৈশব ও কৈশোরের একটি সময় গ্রামে কাটিয়ে তিনি পিতার সঙ্গে কলকাতায় এবং দেশ বিভাগের পর করাচিতে চলে যান। শিক্ষাজীবন শেষে ১৯৫৩ সালে পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলে অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি হন। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার হিসেবে জিয়াউর রহমানের ভূমিকা অবিস্মরণীয় হয়ে আছে। বীরত্বের স্বীকৃতিস্বরূপ তিনি বীরোত্তম খেতাব লাভ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিপথগামী কিছু সেনা সদস্যের অভ্যুত্থানে নিহত হওয়ার পর জিয়াউর রহমান সেনাপ্রধান নিযুক্ত হন। একই বছর ৭ নভেম্বর তিনি রাষ্ট্রক্ষমতায় আসীন হন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন বিএনপি।

কর্মসূচি : জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা পালন করছে বিএনপি। ২৭ মে থেকে কর্মসূচি শুরু হয়েছে। আগামী ১০ জুন পর্যন্ত চলবে। আজ ৩০ মে জাতীয় প্রেস ক্লাবে দিনব্যাপী আলোকচিত্রী প্রদর্শন করা হবে। গতকাল রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ভোরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় জিয়াউর রহমানের সমাধিতে দলের নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন চেয়ারপারসন খালেদা জিয়া। এর বাইরে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে বিভাগীয় শহরগুলোতে বইমেলা অনুষ্ঠিত হবে। জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে কবর প্রাঙ্গণে কোরআনখানি ও মিলাদ মাহফিল হবে।

সর্বশেষ খবর