মঙ্গলবার, ৩০ মে, ২০১৭ ০০:০০ টা

বাদল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে আইএফআইসি ব্যাংকের সাবেক পরিচালক লুত্ফর রহমান বাদল এবং তার স্ত্রী সোমা আলম রহমানের বিরুদ্ধে। গত দুই দিনে এ দুই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর রমনা মডেল থানায় পৃথকভাবে এ দুটি মামলা করা হয়। দুদকের উপ-পরিচালক শেখ আবদুস ছালাম মামলা দুটি করেন বলে সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান। তিনি বলেন, দুদকে জমা দেওয়া লুত্ফর রহমান বাদলের সম্পদ বিবরণী অনুযায়ী ৫৯ কোটি ৭০ লাখ ৩৪ হাজার ২৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও দুই লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকার সম্পদের তথ্য গোপনের কারণে মামলা করা হয়। বাদলের পক্ষে তার স্ত্রী সোমা আলম রহমান গত বছর ৮ আগস্ট সম্পদ বিবরণী জমা দেন। এরপর অনুসন্ধান শেষে তার বিরুদ্ধে ওই সব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুর্নীতি দমন কমিশন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ মর্মে মামলা করা হয় বলে প্রণব কুমার জানান। এ ছাড়া গতকাল ৯২ কোটি ৮২ লাখ ৮২ হাজার ৩৭৫ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সোমা আলম রহমানের বিরুদ্ধেও একটি মামলা করা হয়। তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

সর্বশেষ খবর