সোমবার, ১২ জুন, ২০১৭ ০০:০০ টা

অপহরণের ছয় মাস পর ঘরে ফিরলেন লক্ষ্মীপুরের যুবক

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর শহরের পুরনো আদালত রোড এলাকা থেকে অপহরণের ৬ মাস ৬ দিন পর অবশেষে বাড়ি ফিরলেন রাকিবুল হাসান রকি নামের এক       যুবক। রবিবার দিবাগত ভোর রাতে পৌর শহরের বাগবাড়ী এলাকায় হাত ও চোখ বাঁধা অবস্থায় তাকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে এক রিকশাচালক তাকে দেখে বাড়ি নিয়ে যায়। এরপর হৈচৈ পড়ে স্বজন ও সহপাঠীদের মাঝে। একনজর দেখতে ছুটে আসেন প্রতিবেশী ও উত্সুক জনতা। তাকে পেয়ে এখন খুশিতে মেতে উঠেছে সবাই।

যুবক রকি পৌর শহরের শিল্পী কলোনি এলাকার মো. তোফায়েল আহমদের ছেলে ও স্থানীয় ইসলামীয়া মটরসের মার্কেটিং অফিসার এবং তিন-তিনবার ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে জেলা চ্যাম্পিয়ন হন। রকি ও তার পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ৬ ডিসেম্বর সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের পুরনো আদালত রোড এলাকায় রাকিবুল হাসান রকি ব্যাডমিন্টন খেলছিলেন। এ সময় পানি পান করতে তিনি পাশের একটি হোটেলে ঢুকলে ৭-৮ জন লোক তাকে অপহরণ করে মাইক্রোবাসযোগে তুলে নিয়ে যায়। এ ঘটনার পরদিন সকালে রকির বাবা সদর থানায় একটি জিডি করেন। রকি বললেন, অপহরণের পর ওরা  হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় তাকে একটি ছোট্ট ঘরে ফেলে রাখত। চোখ বাঁধা অবস্থায় তাকে খাবার দেওয়া হতো। খাওয়া শেষে তাকে হ্যান্ডকাফ পরিয়ে রাখা হতো। কোথায় রাখা হয়েছে এবং কারা নিয়ে গেছে সেটা বলতে না পারলেও তাকে নির্যাতন, জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে জানান তিনি। এদিকে রকির বাবা তোফায়েল আহমদ বলেন, ‘আমার ছেলে রাজনীতি করে না, কারও সঙ্গে বিরোধ নেই তার, তাকে কেন অপহরণ করা হয়েছে, আল্লাহ তাদের বিচার  করুক।’ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন কে বা কারা রকিকে অপহরণ করে নিয়ে গেছে সেটি বলতে না পারলেও তার ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেন।

সর্বশেষ খবর