সোমবার, ১২ জুন, ২০১৭ ০০:০০ টা
সংসদে বাজেট আলোচনা

আবগারি শুল্ক ও সঞ্চয়পত্রের সুদ বাজেট প্রশ্নবিদ্ধ করেছে

নিজস্ব প্রতিবেদক

বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা বলেছেন, ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক বাড়ানো এবং সঞ্চয়পত্রের সুদের হার কমানোর প্রস্তাব পুরো বাজেটকেই প্রশ্নবিদ্ধ করেছে। তারা অবিলম্বে এ দুটি সিদ্ধান্ত প্রত্যাহারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, মাত্র এ দুটি সিদ্ধান্তের কারণে সরকারের জনপ্রিয়তায় ভাটা পড়েছে, জনমুখী বিশাল বাজেটকে প্রশ্নবিদ্ধ করেছে। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে গতকাল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন সরকারি দলের মুহিবুর রহমান মানিক, সুবিদ আলী ভূঁইয়া, এ কে এম ফজলুল হক, ফজিলাতুন নেসা ইন্দিরা, অনুপম শাজাহান জয়, কবি কাজী রোজী, মকবুল হোসেন, নুর জাহান মুক্তা, এম এ মালেক, ফিরোজা বেগম চিনু এবং বিরোধী দল জাতীয় পার্টির শওকত আলী। আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ব্যাংক আমানতের ওপর শুল্কহার বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার করতে হবে এবং সঞ্চয়পত্রের সুদের হার হ্রাসের প্রস্তাবও প্রত্যাহার করতে হবে। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, মাত্র দুটি সিদ্ধান্তের কারণে সরকারের জনপ্রিয়তায় ভাটা পড়েছে, জনমুখী বিশাল বাজেটকে এটি প্রশ্নবিদ্ধ করেছে। ফিরোজা বেগম চিনু বলেন, লাখপতিদের থেকে কর না নিয়ে কোটিপতিদের কাছ থেকে অধিক হারে কর আদায় করলে সরকারের রাজস্ব আদায় কয়েকগুণ বৃদ্ধি পাবে। বিরোধী দলের শওকত আলী বলেন, ‘চালের ভরা মৌসুমেও দাম দ্বিগুণ। মানুষকে শান্তিতে থাকতে দিতে হবে। ব্যাংকে আবগারি শুল্ক বৃদ্ধি এবং সঞ্চয়পত্রের সুদের হার কমানোর ফলে ঢাকা শহরের ৯০ ভাগ মানুষ বিপক্ষে চলে গেছে। কিন্তু মুখে কেউ কিছু বলছে না। ঢাকায় ১৮টা আসন। একটা আসন পাবেন কি না আমার সন্দেহ আছে। এটা অ্যানালাইসিস করার চেষ্টা করেন। ফাঁকা বুলি দিয়া ভোলানোর চেষ্টা কইরেন না।’ মুহিবুর রহমান মানিক ব্যাংক আমানতের ওপর আরোপিত শুল্কহার হ্রাসের দাবি জানিয়ে বলেন, জনবিচ্ছিন্ন বিএনপি ক্ষমতায় আসতে সহায়ক সরকারের স্বপ্ন দেখছে। কিন্তু তাদের ক্ষমতায় আনতে লতিফুর মার্কা কোনো সহায়ক সরকার আর কোনো দিন আসবে না। তিনি হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের তদন্ত সাপেক্ষে কঠোর শাস্তির দাবি জানান। প্রস্তাবিত বাজেটকে ‘জনমুখী ও কল্যাণকর’ উল্লেখ করে সরকারি দলের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেন, ব্যাংকিং খাতে যে দুর্নীতি হচ্ছে, এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। ঋণ অবলোপনের চেয়ে ঋণ আদায়েই ব্যাংকারদের সচেষ্ট হতে হবে। সরকারি দলের নুর জাহান মুক্তাও ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, মাত্র এ দুটি সিদ্ধান্ত সরকারের জনমুখী বিশাল বাজেটকে প্রশ্নবিদ্ধ করেছে। বিএনপি এখন ডেড হর্স। অতীত অগ্নিসন্ত্রাস ও কৃতকর্মের কারণে তারা সম্পূর্ণ জনবিচ্ছিন্ন। এই ডেড হর্স নিয়ে বেশি খোঁচাখুঁচি করলে বরং গন্ধই বেরোবে।

সর্বশেষ খবর