সোমবার, ১২ জুন, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

ধর্ষকদের ঘায়েল করতে ইলেক্ট্রিক জুতা আবিষ্কার

কলকাতা প্রতিনিধি

হায়দ্রাবাদের বাসিন্দা সিদ্ধার্ত মণ্ডালা (১৭) এমন এক বৈদ্যুতিক জুতা আবিষ্কার করেছেন, যা দিয়ে খুব সহজেই ধর্ষক বা হামলাকারীকে ঘায়েল করা যাবে। অভিনব এ জুতা আবিষ্কার করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন সিদ্ধার্ত। তিনি এ জুতার নাম দিয়েছেন ‘ইলেক্ট্রো শু’। কীভাবে এই জুতাটি ধর্ষকদের বিরুদ্ধে কাজ করবে— সে প্রসঙ্গে সিদ্ধার্ত জানিয়েছেন, জুতাটি সম্পূর্ণভাবেই নারীদের জন্য। যদি পথে একলা চলতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে পা চালিয়ে দিলেই হলো। সঙ্গে সঙ্গে ‘ইলেক্ট্রো শু’ থেকে বেরিয়ে আসবে ইলেক্ট্রিক শক। আর তাতেই ঘায়েল হবে শত্রুপক্ষ। এই বিশেষ জুতা থেকে বেরিয়ে আসবে ০.১ অ্যাম্ফেয়ারের ইলেক্ট্রিক শক। আর শত্রুপক্ষকে ইলেক্ট্রিক শক দেওয়ার পাশাপাশি মুহূর্তের মধ্যে পুলিশের কাছেও চলে যাবে খবর এবং যার ওপর হামলা করা হবে তার পরিবার বন্ধুবান্ধবের কাছেও চলে যাবে মেসেজ।

সর্বশেষ খবর