সোমবার, ১২ জুন, ২০১৭ ০০:০০ টা

বনানীতে দুই ছাত্রী ধর্ষণ মামলা ট্রাইব্যুনালে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানীর রেইন ট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণসংক্রান্ত মামলাটি বিচারের জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ পাঠানো হয়েছে। ট্রাইব্যুনালের পেশকার তানভীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে বিচারের জন্য নথি গতকাল তার হাতে পেয়েছেন বলে তিনি জানান। গত ৮ জুন আলোচিত এ ধর্ষণ মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। এতে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফ ওরফে আবদুল হালিমসহ পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়। মামলার অভিযোগপত্রে বলা হয়, জন্মদিনের পার্টির কথা বলে গত ২৮ মার্চ রাতে ওই হোটেলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া দুই তরুণীকে ধর্ষণ করেন শাফাত ও তার বন্ধু নাঈম আশরাফ। ঘটনার ৪০ দিন পর ওই দুই তরুণী বনানী থানায় মামলা করতে গেলে মামলা না নিয়ে তাদের হয়রানি করে পুলিশ। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে হৈচৈ পড়ে যায়। এ অবস্থায় পুলিশ মামলা নিতে বাধ্য হয়। মামলার পাঁচ দিন পর গত ১১ মে সিলেট থেকে শাফাত ও সাদমানকে গ্রেফতার করে পুলিশ। এরপর ১৫ মে শাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী রহমত ঢাকায় গ্রেফতার হন। আর ১৭ মে মুন্সীগঞ্জ থেকে গ্রেফতার হন নাঈম আশরাফ। গাড়িচালক বিল্লাল ছাড়া বাকি চার আসামিই নিজেদের দায় স্বীকার করে আদালতের হাকিমের কাছে জবানবন্দি দিয়েছেন। এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসকরা মেডিকেল পরীক্ষায় ধর্ষণের আলামত পাননি বলে ইতিমধ্যে জানিয়েছেন। এর মাঝে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে গেল।

সর্বশেষ খবর