শিরোনাম
রবিবার, ২৫ জুন, ২০১৭ ০০:০০ টা

সদরঘাট গাবতলীতে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক

সদরঘাট গাবতলীতে  মানুষের ঢল

সদরঘাট থেকে গতকাল ছেড়ে যাওয়া প্রতিটি লঞ্চেই ছিল বিপুল সংখ্যক যাত্রী —রোহেত রাজীব

ঈদযাত্রায় ঘরমুখী মানুষের ঢল নেমেছে রাজধানীর সদরঘাট, গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাসস্ট্যান্ড, কমলাপুর রেলস্টেশনসহ বিভিন্ন এলাকায়। গতকাল সকাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছুটতে দেখা যায় ঘরমুখী যাত্রীদের। বিকালের দিকে ঢাকা থেকে বেরুবার সবকটি পথে ঈদযাত্রীদের তীব্র ভিড় দেখা যায়। বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনে ছিল মানুষের বাধভাঙা স্রোত।

রাজধানীর সবকটি বাস স্টপেজে ভিড় ছিল স্বাভাবিক সময়ের চেয়ে বেশি। সিটি সার্ভিসের অনেক বাস দূরপাল্লায় ভাড়ায় চলে যাওয়ার সিটির বাসগুলো লোকাল যাত্রী নেওয়া প্রায় বন্ধই করে দেয়। তারা সরাসরি সায়েদাবাদ, গাবতলীসহ শেষ গন্তব্যের ‘ডাইরেক্ট’ যাত্রী তুলে গেট লক করে দেয়। কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড় দেখা যায়। অগ্রিম টিকিট যারা কেটেছেন, তাদের তেমন দুশ্চিন্তা না থাকলেও যাদের টিকিট কাটার সুযোগ হয়নি, তারা গেছেন স্ট্যান্ডিং টিকিট নিয়ে। ঢাকা-সিলেট মহাসড়কে বিভিন্ন রুটের যানবাহনের ভিড় থাকলেও যানজট ছিল না তেমন। ট্রাক, মাইক্রোবাস ও পিকআপযোগে গন্তব্যে ছুটতে দেখা যায় যাত্রীদের। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের ভিড় ছিল অনেক বেশি। লঞ্চগুলোতে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে ছুটতে দেখা যায়। বিকালে ঘরে ফেরা মানুষের চাপে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত সড়কটি মানুষের মিছিল বলে মনে হয়। গাবতলীতেও অভিন্ন অবস্থা। উত্তর ও দক্ষিণবঙ্গের ১৬টি রুটের যাত্রীদের ঢল নামে গাবতলীতে। মহাসড়ক অনেকটা ফ্রি থাকায় বিকালের যাত্রীরা স্বস্তিতেই বাস টার্মিনাল ছাড়তে পেরেছেন বলে জানিয়েছেন গাবতলীর পরিবহনকর্মীরা।

সর্বশেষ খবর