রবিবার, ২৫ জুন, ২০১৭ ০০:০০ টা

নাড়ির টানে বাড়ির পথে প্রবাসীরাও

জিন্নাতুন নূর, মস্কো (রাশিয়া) থেকে ফিরে

ঈদ মানেই প্রিয়জনের সান্নিধ্য। রমজানের শেষ মুহূর্তে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে এরই মধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। আবার বাংলাদেশের বাইরে যারা থাকেন অর্থাৎ প্রবাসী বাঙালিরাও ঈদ উপলক্ষে দেশে ফিরছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যে কাজ করা শ্রমিক ও ব্যবসায়ীরা মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে অংশ নিতে দেশে আসছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন দুবাই ও তুরস্ক থেকে প্রবাসী বাঙালিদের বাড়ি ফিরতে দেখা যায়। এ ছাড়া সংখ্যায় কম হলেও রাশিয়া ও ইউরোপের কিছু দেশ থেকেও স্বজনের সঙ্গে ঈদ করতে অনেকেই দেশে আসছেন। তুরস্কের ইস্তানবুলের কামাল আতাতুর্ক বিমানবন্দরে ২৩ জুন ঢাকাগামী সন্ধ্যার ফ্লাইটের জন্য অপেক্ষা করতে দেখা যায় উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী বাংলাদেশিকে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরে অবস্থানরত বাংলাদেশিদের পরিবার নিয়ে দেশের উদ্দেশে আসতে দেখা যায়। এই প্রবাসীদের অনেকেই মধ্যপ্রাচ্যে বহুদিন ব্যবসা করছেন। এসব দেশে তারা নাগরিকত্বও পেয়েছেন। বিমানবন্দরে এদের সঙ্গে আলাপকালে জানা যায়, বছরে এক-দুবার তারা পরিবার নিয়ে দেশে আসেন। আর বছরের অন্য সময়ের তুলনায় ঈদের সময় তাদের দেশে আসার হার বেশি। ঈদ করতে তুরস্কের এক বাংলাদেশি ব্যবসায়ী তার পরিবারের সঙ্গে এই দিন বাংলাদেশে আসছিলেন। আলাপকালে তিনি বাংলাদেশ প্রতিদিনকে জানান, বেশ কয়েক বছর ধরে ভাই-বোন ও আত্মীয়দের সঙ্গে ঈদ উদ্যাপনের জন্য তিনি পরিবার নিয়ে বাংলাদেশে আসছেন। এক ছেলে-এক মেয়ে এবং স্ত্রীকে নিয়ে সেই ব্যবসায়ী বাড়ি ফিরছিলেন। তিনি আরও জানান, রোজা শুরুর পর থেকে ঈদের আগ পর্যন্ত তার মতো অনেক প্রবাসী বাংলাদেশিই দেশে আসেন। এদের কেউ কেউ আবার কাজের জন্য বউ-বাচ্চাদের রোজার মধ্যভাগে দেশে পাঠিয়ে দিলেও নিজে শেষ মুহূর্তে বাড়ি ফিরছেন। খোঁজ নিয়ে জানা যায়, ঈদ উপলক্ষে প্রায় সব বাঙালি প্রিয়জনের জন্য বাইরে থেকে উপহার নিয়ে যাচ্ছেন। কামাল আতাতুর্ক বিমানবন্দরে ঢাকাগামী টার্কিশ এয়ারলাইনসের আরেক বাংলাদেশি যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, ভাই-বোন ও আত্মীয়দের সঙ্গে ঈদ করতে তিনি দেশে ফিরছেন। সন্তানদের স্কুলে ছুটি থাকায় তার স্ত্রী, সন্তানদের নিয়ে আগেই দেশে চলে এসেছেন। কথা হলে টার্কিশ এয়ারলাইনসের এক শিশু যাত্রী রিশান জানায়, সে তার দাদির সঙ্গে ঈদ করতে বাংলাদেশে যাচ্ছে। বাংলাদেশে থাকা তার খালাত ভাই-বোনদের জন্য ঈদের উপহারও নিয়ে যাচ্ছে। এর বাইরেও টার্কিশ এয়ারলাইনসের টিকে ০৪১৪ ফ্লাইটেও এদিন যাত্রীদের মধ্যে প্রবাসী বাংলাদেশির সংখ্যা ছিল বেশি।

সর্বশেষ খবর