রবিবার, ২৫ জুন, ২০১৭ ০০:০০ টা

গীতশ্রী সন্ধ্যা সুস্থ আছেন

প্রতিদিন ডেস্ক

ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় মারা গেছেন বলে যে সংবাদ প্রচারিত হয়েছে তা ভিত্তিহীন। ইন্ডিয়াডটকমের সংবাদে গতকাল সন্ধ্যায় বলা হয়, তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন।

এর আগে গতকাল সকালে কলকাতার একটি নিউজ পোর্টালের খবরে বলা হয়েছিল, সন্ধ্যা মুখোপাধ্যায় (৮৬) মারা গেছেন। এ খবর তাত্ক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বাংলাদেশেও তার অগণিত ভক্ত-অনুরাগী রয়েছেন। তারা এ খবরের সত্যতা যাচাই করার জন্য বিভিন্ন মিডিয়া অফিসে ফোন করেন। পরে জানা যায়  খবরটা সম্পূর্ণ ভিত্তিহীন। পুরোটাই গুজব। যে নিউজ পোর্টাল তার মৃত্যুর সংবাদ প্রচার করেছিল, তারাও পরে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে।

‘চন্দন পালঙ্কে শুয়ে একা একা কী হবে/ জীবনে তোমায় যদি পেলাম না’; ‘আর ডেকো না সেই মধু নামে’ এবং ‘জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া’র মতো হৃদয়ছোঁয়া অসংখ্য গান গেয়ে জনচিত্তজয়ী সন্ধ্যা মুখোপাধ্যায় তার স্বামী প্রখ্যাত গীতিকার শ্যামল গুপ্তের মৃত্যুর তিন বছর আগে থেকে গানের জগৎ থেকে অবসর নেন। শ্যামল গুপ্ত ২০১০ সালের ২৮ জুলাই ৮৮ বছর বয়সে মারা যান।

সর্বশেষ খবর