সোমবার, ৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

কুষ্টিয়ায় বজ্রপাতে প্রাণ গেল শিশুসহ ৫ জনের

কুষ্টিয়া প্রতিনিধি

বজ পাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মশাতলা মাঠ এলাকায় এক শিশু ও ৪ কৃষকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন এক নারীসহ আরও অন্তত ৪ জন।  গতকাল দুপুর দেড়টার সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত ৫ জন হলেন-পয়ারী গ্রামের মোশারফ হোসেন (৫৫), কুশামারী গ্রামের আব্দুস সাত্তার (৪০), আটিগ্রামের শাহিন আলী (৪২) আবুল কাশেম (৪৫) ও শুড়শুড়ি গ্রামের আশিক আলী (১২)।

মিরপুর থানার (ওসি) রফিকুল ইসলাম জানান, বৃষ্টির কারণে দুপুরে সবাই মশাতলা মাঠ এলাকায় বটগাছের নিচে একটি বন্ধ চায়ের দোকানে আশ্রয় নিয়েছিলেন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে সেখানে থাকা ৫ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বিকালে নিহতদের লাশ একে একে এনে রাখা হয় পয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। সেখানে লাশ দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায়। এক সঙ্গে এত মানুষের মুত্যু এ এলাকার মানুষ আগে কখনো দেখেনি। ঘটনার পর শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়।  স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ও আহতরা মাঠে পাটের জমিতে কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে তারা মাঠের পাশেই একটি বড় বটগাছের নিচে একটি চায়ের দোকানে এসে আশ্রয় নেয়। আশেপাশে কোনো বসতিও নেই। বৃষ্টির মধ্যে প্রচণ্ড শব্দে বজ পাতে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন সবাই। এদের মধ্যে ৫ জন ঘটনাস্থলেই মারা যান। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।  মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, নিহতদের দাফনের জন্য সহযোগিতা দেওয়া হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকার সাধ্যমতো সহযোগিতা করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর