সোমবার, ৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

পুলিশ আতঙ্কে স্ট্রোক করে বিএনপি নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

পুলিশ আতঙ্কে পালাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আবদুল মতলেব বিশ্বাস (৭১)। শনিবার রাত পৌনে ১২টার দিকে সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মতলেব বিশ্বাস ইছালী ইউনিয়নে ২৭ বছর চেয়ারম্যান ছিলেন। সে কারণে ওই এলাকায় এখনো তিনি মতলেব চেয়ারম্যান হিসেবে পরিচিত।

মতলেব বিশ্বাসের স্বজনরা জানান, পাশের গ্রাম ফুলবাড়ীতে মতলেব বিশ্বাসের মেয়ে জেসমিন নাহার বর্ষা বসবাস করেন। বর্ষার স্বামী আশরাফ আলীকে ধরতে শনিবার রাত ১১টার দিকে ওই বাড়িতে যায় পুলিশ। বর্ষা এই খবর ফোনে তার পিতা মতলেব বিশ্বাসকে জানিয়ে তাকেও বাড়ি থেকে সরে যেতে বলেন। বর্ষার ফোন পেয়ে ভায়রার ছেলে সাইফুজ্জামান মুন্নাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু বাড়ি থেকে ৩০০-৪০০ মিটার দূরে গিয়ে তিনি পড়ে যান। সেখানেই তার মৃত্যু হয়। পরে বাড়ির লোকজন খবর পেয়ে মৃতদেহ বাড়িতে নিয়ে যান। যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, বিএনপি করার কারণে এই বৃদ্ধ বয়সেও মতলেব চেয়ারম্যানকে পুলিশ নানাভাবে হয়রানি করে এসেছে। পুলিশ তার কাছে মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছিল। তাই পুলিশ আসছে এ খবর পেয়েই তিনি তাড়াহুড়ো করে বাড়ি থেকে পালাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন।

 যশোর কোতোয়ালি থানার ওসি আজমল হুদা বলেন, মতলেব বিশ্বাসকে গ্রেফতার করতে শনিবার রাতে পুলিশের কোনো টিম ওই গ্রামে যায়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর