শুক্রবার, ৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

থাই বিনিয়োগ চায় বাংলাদেশ

বাংলাদেশ-থাইল্যান্ড যৌথ কমিশনের বৈঠক শুরু

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়াতে থাইল্যান্ডকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সফররত থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদউইনাই গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে গেলে এ আহ্বান জানান  শেখ হাসিনা। গতকাল ঢাকায় শুরু হওয়া বাংলাদেশ-থাইল্যান্ড যৌথ কমিশনের বৈঠক উপলক্ষে বুধবার গভীর রাতে ঢাকা এসে পৌঁছান থাই পররাষ্ট্রমন্ত্রী। গতকাল বৈঠকের প্রথম দিনেও বাংলাদেশের পক্ষ থেকে বিনিয়োগ বাড়ানোর সুযোগগুলো তুলে ধরা হয়েছে থাই প্রতিনিধিদের সামনে। বর্তমানে বাংলাদেশে থাইল্যান্ডের বিনিয়োগ রয়েছে দেড় বিলিয়ন ডলারের মতো। দুই দেশের বার্ষিক বাণিজ্যের পরিমাণ এক বিলিয়ন ডলার।

প্রধানমন্ত্রীর সঙ্গে থাই মন্ত্রীর সাক্ষাৎ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী বিশেষ অর্থনৈতিক অঞ্চলে থাইল্যান্ড থেকে আরও বিনিয়োগ আহ্বান করেছেন। বিশেষ করে কৃষি প্রক্রিয়াজাতকরণ খাত ও পর্যটনে। প্রধানমন্ত্রী বলেছেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে হবে এবং বাণিজ্য আরও বাড়াতে হবে। থাইল্যান্ড বাংলাদেশের কাছে দুই লাখ মেট্রিক টন চাল বিক্রি করতে চাওয়ায় ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেছেন, আমাদের খাদ্যের অভাব নেই। তারপরও বন্যার  মৌসুম হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মজুদ বাড়ানো হচ্ছে। প্রধানমন্ত্রী প্রয়াত রাজা ভুমিবলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বর্তমান রাজাকে অভিনন্দন জানান। ২০১০ সালে থাইল্যান্ডের রাজকন্যা প্রিন্সেস শিরিন ধর্নের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে আগামী বছরের শুরুর দিকে আবারও রাজকন্যা বাংলাদেশ সফরে এলে খুশি হবেন বলে জানান প্রধানমন্ত্রী। সাক্ষাতে সফররত থাই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন,  মেকং-গঙ্গা কোঅপারেশন ফোরাম এবং দ্য ইস্ট ওয়েস্ট ইকোনমিক ফোরামের মতো আঞ্চলিক ফোরামে সদস্য হতে বাংলাদেশকে থাইল্যান্ড সমর্থন দেবে। এ ছাড়া আসিয়ানের  সেক্টরাল পার্টনার হতেও বাংলাদেশকে সমর্থনের আশ্বাস দেন থাই পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট ফর টেকনোলজিতে বঙ্গবন্ধুর নামে একটি চেয়ার স্থাপন করা হয়েছে যার উদ্বোধন করবেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। সৌজন্য সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী উপস্থিত ছিলেন। অন্যদিকে গতকাল ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যৌথ কমিশনের বৈঠকে বসেন বাংলাদেশ ও থাইল্যান্ডের প্রতিনিধিরা। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। আজ বৈঠকের শেষ দিন। বৈঠক শেষে একটি যৌথ বিবৃতিতে আগামী সম্পর্কের অঙ্গীকার ঘোষণা করবে দুই দেশ।

সর্বশেষ খবর