শুক্রবার, ৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা
জঙ্গি আস্তানার সন্ধান

গাইবান্ধার চরে নিষ্ফল অভিযান দ্বিতীয় দিনেও

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার চরাঞ্চলে দ্বিতীয় দিনেও নিষ্ফল অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জঙ্গি আস্তানার সন্ধানে প্রথম দিন গত বুধবার অভিযান চালিয়ে তারা এক নৌ-ডাকাতকে গ্রেফতারের পর গতকাল ফের অভিযান চালায়। এদিনও কোনো জঙ্গি আস্তানার সন্ধান মেলেনি বা কাউকে গ্রেফতার করা যায়নি। ফুলছড়ি থানার ওসি আবু হায়দার মো. আশরাফুল ইসলাম জানান, গতকাল ভোর ৪টার আগে জঙ্গি আস্তানার খোঁজে অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট, থানা ও গোয়েন্দা পুলিশ। উপজেলার খোলাবাড়ি, তালতলা, ফজলুপুর ও খাটিয়ামাড়িসহ বিভিন্ন চরে বেলা ১০টা পর্যন্ত অভিযান চালানো হয়। তবে কোনো জঙ্গি আস্তানা পাওয়া বা অস্ত্রশস্ত্র উদ্ধার বা কাউকে আটক করা যায়নি। অভিযানের নেতৃত্বদানকারী অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক বলেন, জঙ্গি আস্তানার সন্ধান, তালিকাভুক্ত মামলার আসামি ও নৌ-ডাকাত ধরতে এ অভিযান চলছে। সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আসাদুজ্জামান রিংকু বলেন, অভিযান অব্যাহত থাকবে। এরপর জেলার সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলগুলোতেও অভিযান চালানো হবে।

 

সর্বশেষ খবর