মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

স্কুল শিক্ষিকা ফৌজিয়া দুই সপ্তাহ ধরে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডির ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের গণিত শিক্ষিকা ফেরদৌসি একরাম ফৌজিয়া দুই সপ্তাহ ধরে নিখোঁজ। ২ জুলাই সন্ধ্যায় ফ্রি স্কুল স্ট্রিটের বাসা থেকে ফৌজিয়া বের হয়ে আর ফেরেননি। ইতিমধ্যে তার আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবের বাসায়ও খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু তার সন্ধান মেলেনি। পরে এ ঘটনায় ৩ জুলাই ফৌজিয়ার বাবা ইকরামুল্লাহ কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করেন (নম্বর-১১৪)। ফৌজিয়ার বাবাও ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত খান জানান, গ্রিন রোডের একটি অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে থাকতেন ফৌজিয়া। বাসা থেকে বের হওয়ার আগে তিনি বলে যান, এক ছাত্রের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তিনি। এরপর থেকেই তার কোনো খোঁজ-খবর নেই। এমনকি সেই সময় নিজের মোবাইল ফোনটিও সঙ্গে নেননি তিনি। তিনি স্বেচ্ছায় বাসা থেকে বেরিয়ে গেছেন, নাকি তাকে অপহরণ করা হয়েছে তা জানার চেষ্টা চলছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ফৌজিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। বাইরে বের হলে বোরকা পরেন। তিনি কোনো জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়েছেন কিনা তা নিয়ে সন্দেহ করা হচ্ছে। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত। চার বোন ও এক ভাইয়ের মধ্যে দ্বিতীয় ফৌজিয়া বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে অনার্স এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন।

 পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানান, ফ্রি স্কুল স্ট্রিটের স্থায়ী বাসিন্দা ফৌজিয়া নিখোঁজের বিষয়ে আমরা তদন্ত করে দেখছি। তবে গতকাল পর্যন্ত তার সন্ধান মেলেনি।

সর্বশেষ খবর