শিরোনাম
মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

মাদারীপুর শিবচরে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচর এলাকায় দুই মাতবরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে এক কৃষক নিহত ও ১৫ জন আহত হয়েছেন। আহতদের শিবচর কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকালের এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানান, শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মেম্বার ইলিয়াস মাতবরের সঙ্গে একই এলাকার সেকান মাতবর ও আলতাফ মাতবরের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এর জেরে রবিবার সন্ধ্যায় নাসিরের মোড় বাজারে ইলিয়াসের সমর্থক মনির-হিরনের সঙ্গে সেকান মাতবর ও আলতাফ মাতবরের সমর্থকদের উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সেকান-আলতাফের সমর্থকরা মনির ও হিরনকে মারধর করে। সোমবার সকালে ইলিয়াস মেম্বারের সমর্থক আইয়ুব আলী মাতবর (৫০) নাসিরের মোড় বাজারে গেলে সেকান মাতবরের সমর্থকদের সঙ্গে রবিবারের ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায় সেকানের লোকজন আইয়ুব আলীকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় শিবচর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষে সংঘর্ষ বেধে যায়। এতে আহত হন ১৫ জন। মাদারীপুরের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আটক করা হয়ছে আলতাফ মাতবরসহ পাঁচজনকে। অন্যদের ধরার চেষ্টা চলছে।

সর্বশেষ খবর