বুধবার, ১৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

নিবন্ধনহীন বয়লার ৬০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

পোশাক কারখানাসহ দেশের শিল্প কারখানায় থাকা নিবন্ধনহীন অবৈধ বয়লার ৬০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি  শেষে গতকাল বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট  বেঞ্চ এ আদেশ দেয়। একই সঙ্গে সব কারখানার বয়লার পরিদর্শনের জন্য শিল্প মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে ৩০  সেপ্টেম্বরের মধ্যে আদালতে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সম্প্রতি গাজীপুরের মাল্টিফ্যাবস লিমিটেড নামের একটি কারখানায় বয়লার বিস্ফোরণে ১৩ জনের প্রাণহানির ঘটনায় মালিকের বিরুদ্ধে নতুন করে এফআইআর করা ও ক্ষতিপূরণ চেয়ে এই রিট করেন জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান মিলন। রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, শিল্প সচিব, শ্রম সচিব ও বিজিএমইএ সভাপতিসহ ১৭ জনকে বিবাদী করা হয়। পরে মিলন জানান, বয়লার নিয়ে ১৯২৩ সালের একটি আইন ছিল। এ আইনে বয়লারের ব্যবহার নিয়ে একটি বিধিমালা প্রণয়নের কথা রয়েছে। কিন্তু সেটা এখনো করা হয়নি। তাই রিটে এটি প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়েছে। এর আগে ৫ জুলাই ওই কারখানার মালিক, মহাব্যবস্থাপক বা ব্যবস্থাপকের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে মামলা করে  গ্রেফতার চেয়ে লিগ্যাল নোটিস দেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর