বুধবার, ১৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

চট্টগ্রামে পাচারের সময় তিন হাজার বস্তা চাল জব্দ

খাদ্য কর্মকর্তাসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরে র‍্যাবের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ ট্রাক ভর্তি ৩ হাজার ৯৬ বস্তা সরকারি চালসহ পাঁচজনকে আটক করেছে র‍্যাব। এদের একজন খাদ্য অধিদফতরের কর্মকর্তা প্রণয়ন চাকমা। তিনি নগরের হালিশহর কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারের (সিএসডি) ব্যবস্থাপক। অন্য চারজন হলেন ট্রাকচালক শামসুল হুদা (৪৮), মিজান (২২), শফি আলম (২৭) ও ওসমান (৪৫)। গতকাল বিকালে চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়েছে বলে জানান র‍্যাবের চট্টগ্রাম জোনের উপ-অধিনায়ক লে. কমান্ডার আশিকুর রহমান। তিনি বলেন, সিটি গেটের পাশে কাট্টলীতে ঈগল স্টার টেক্সটাইল মিলের কাছে কবির মাঝির গোডাউন আছে। সরকারি চালগুলো অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে সেখানে মজুদ করা হয়েছিল। দুপুরে আরেকটি গুদামে পাচারের আগেই ট্রাক জব্দ করা হয়। আটক পাঁচজনের মধ্যে একজন খাদ্য অধিদফতরের কর্মকর্তা এবং বাকি চারজন ট্রাকের চালক ও সহকারী। ৭টি ট্রাকে ৩ হাজার ৯৬ বস্তায় ১৫৫ মেট্রিক টন চাল পাওয়া গেছে বলে জানান তিনি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর