বুধবার, ২৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা
গবেষণা

নওগাঁ থেকে চর্যাগীতি প্রচার অভিযাত্রা

নওগাঁ প্রতিনিধি

চর্যাপদ বাংলা ভাষা ও বাংলা সাহিত্যের এবং বাংলা সংগীতের আদি নিদর্শন। আর এই চর্যাপদ রচিত হয়েছে নওগাঁর বদলগাছি উপজেলার পাহাড়পুরে ‘সোমপুর বিহারে’। চর্যাপদের গবেষক ও রাগভিত্তিক সুর প্রদানকারী টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর আলীম মাহমুদ গতকাল নওগাঁ সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেছেন।

চর্যাপদের এই প্রচারণা অভিযাত্রা শুরু করেছে সরকারি সা’দত কলেজের বাংলা বিভাগ ও চর্যাসহজিয়া (চর্যাগানের গ্রন্থিক দল)। চর্যাভূমি নওগাঁর পাহাড়পুর থেকে এই অভিযাত্রা শুরু হয়েছে। এই অভিযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন প্রফেসর আলীম মাহমুদ। সোমবার বদলগাছি উপজেলার পাহাড়পুর সোমপুর বিহার চত্বরে চর্যাগীতি ও চর্যানৃত্য পরিবেশনের মাধ্যমে এই অভিযাত্রা শুরু হয়েছে। পাঁচদিনব্যাপী এই অভিযাত্রায় নওগাঁ সরকারি কলেজ, ধামইরহাট উপজেলা পরিষদ মিলনায়তন, নওগাঁ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন এবং জয়পুরহাট শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাদের এই অনুষ্ঠান পরিবশেন করছে। অভিযাত্রায় অন্যান্যের মধ্যে সরকারি সা’দত কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক কামরুজ্জামান সরকার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক আসাদুজ্জামান, সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম খান, সহকারী অধ্যাপক হিমাংশু পাল, প্রভাষক শামস উদ্দিন চয়ন, প্রভাষক ফাহিমা আক্তার এবং চর্যাসহজিয়া আলী হাসান। চর্যাসহজিয়ার গ্রন্থিকগণ যারা সংগীত, নৃত্য ও যন্ত্রসংগীতে অংশগ্রহণ করেন তারা হলেন মোশারফ হোসেন, রাখাল রফিক, মোশারফ হোসেন সেতু, জুলহাস গায়েন, মঞ্জুশ্রী সূত্রধর, বিপাশা, কেয়ামণি, পরান জহির, পূর্ণিমা রানী সিনহা, জাহিদ, সানী এবং স্বাধীন।

সর্বশেষ খবর