বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
রংপুরে খাদেম হত্যা

১২ জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠন

নিজস্ব প্রতিবেদক,রংপুর

রংপুরে মাজারের খাদেম রহমত আলী (৬০) হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ১২ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। গতকাল দুপুরে রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার ১৪ আসামির মধ্যে ৯ জনের উপস্থিতিতে অভিযোগপত্র গঠন করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা জানান, মামলার অভিযুক্ত দুই আসামি নজরুল ইসলাম ওরফে বাইক নজরুল ওরফে বাইক হাসান এবং সাদ্দাম হোসেন ওরফে রাহুল পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় আদালত তাদের নাম মামলা থেকে বাদ দেন।  অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত ৯ জন আসামি হলেন—জেএমবির রংপুর অঞ্চলের কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী (৩৩), সংগঠনের সদস্য ইছাহাক আলী (৩৪), লিটন মিয়া ওরফে রফিক (৩২), সাখাওয়াত হোসেন (৩০), আবু সাঈদ (৩০) ও তৌফিকুল ইসলাম সবুজ (৩৫), সারোয়ার হোসেন সাবু ওরফে মিজান (৩০), সাদাত ওরফে রতন মিয়া (২৩) ও জাহাঙ্গীর হোসেন ওরফে রাজিব গান্ধী (২৬)। অপর তিন আসামি জেএমবি সদস্য চান্দু মিয়া (২০), রাজিবুল ইসলাম মোল্লা ওরফে বাদল ওরফে বাঁধন(২৫) ও বাবুল আখতার ওরফে বাবুল মাষ্টার (৩৫) পলাতক থাকায় আদালত তাদের গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। আইনজীবী রথিশ জানান, অভিযোগ গঠনের সময় আদালত আসামিদের কাছে জানতে চান তারা দোষী না নির্দোষ। ৯ আসামিই নিজেদের নির্দোষ বলে দাবি করেন। অভিযোগ গঠনের পর ২৩ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত। প্রসঙ্গত, রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ে মাজার শরিফের খাদেম রহমত আলী ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাদি হয়ে হত্যা মামলা করেন।  মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মামুন অর রশীদ গত বছর ৩ জুলাই জেএমবির রংপুর আঞ্চলিক কমাণ্ডার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রীসহ ১৪ জেএমবির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। খাদেম হত্যা মামলার আসামিদের মধ্যে মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী, ইছাহাক আলী, লিটন মিয়া ওরফে রফিক ও সাখাওয়াত হোসেনকে জাপানি নাগরিক হোশি কোনিও হত্যা মামলায় চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড দিয়েছেন রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার।

সর্বশেষ খবর