মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ত্রাণে বাধা দেওয়ার জবাব দেবে জনগণ

নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গাদের জন্য বিএনপির ২২ ট্রাক ত্রাণ দিতে যে বাধা দেওয়া হয়েছে, এর জবাব বাংলাদেশের জনগণই দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘আমরা ২২টি ট্রাক নিয়ে রোহিঙ্গাদের জন্য ত্রাণ দিতে গিয়েছিলাম। কিন্তু আমাদের সেই ত্রাণ দিতে দেওয়া হয় নাই।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাসায় দুর্গাপূজার প্রস্তুতি সভায় হামলার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নজরুল ইসলাম খান বলেন, ‘সারা দেশের মানুষকে যখন রোহিঙ্গাদের পাশে আহ্বান জানানো দরকার, সেখানে এ আহ্বান না জানিয়ে বিএনপিকে ত্রাণ দিতে বাধা দেওয়া হয়েছে। শুধু বিএনপিকে বাধা দেওয়া হয় নাই, রোহিঙ্গাদের প্রাপ্য থেকে বঞ্চিত করা হয়েছে। এর জবাব বাংলাদেশের জনগণই দেবে।’ বর্তমান সরকারকে ভোটারবিহীন সরকার হিসেবে উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ সেকুলার দল নয়, তারা হচ্ছে পিকুলিয়ার দল। কারণ এরা যে কোনো সময় নিজের স্বার্থে কাজ করতে পারে। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘ধর্মীয় অনুষ্ঠানের একটি আয়োজনে পুলিশ যে নগ্ন হামলা করেছে, এ হামলা আর রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের হামলার মধ্যে কি কোনো পার্থক্য আছে?’ শেখ হাসিনা বিরোধী মতকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা সুকোমল বড়ুয়া প্রমুখ।

সর্বশেষ খবর