শনিবার, ২১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১, ব্যাগে ২ লাখ ইয়াবা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুক যুদ্ধে’ ফারুক হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১৮টির অধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর আইস ফ্যাক্টরি রোডের বরিশাল কলোনিতে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে র‌্যাব। ঘটনাস্থল থেকে দুই লাখ পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। নিহত ফারুক চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট এলাকার সাইদুল হক ওরফে মোফাজ্জল হোসেনের ছেলে। র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, নিহত ফারুক নগরীর মাদক আখড়া বরিশাল কলোনির অন্যতম নিয়ন্ত্রণকারী এবং চট্টগ্রামের অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ীর একজন। হলুদ ইয়াবার অন্যতম সরবারহকারীও তিনি। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল কলোনিতে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি করে। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে ওই মাদক ব্যবসায়ীর মরদেহ পাওয়া যায়। ২৩ জুন উদ্ধার করা ১৫ লাখ ইয়াবা ও ১৬ সেপ্টেম্বর উদ্ধার করা ১০ হাজার পিস হলুদ ইয়াবার মূল মালিক ছিলেন ফারুক।

দেশের বিভিন্ন অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নতুন ধরনের যে হলুদ ইয়াবার সন্ধান মিলেছে তার মূল হোতা এবং সরবরাহকারী হিসেবেও ফারুককে চিহ্নিত করেছে র‌্যাব।

সর্বশেষ খবর