শনিবার, ২১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ডি-৮ সম্মেলনে শুধুই বাংলাদেশের প্রশংসা

নিজস্ব প্রতিবেদক

উন্নয়নশীল আটটি দেশের সংগঠন       ডি-৮ এর নবম সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা এবং বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। গতকাল তুরস্কের ইস্তাম্বুলে এই সম্মেলন শুরু হয়। সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ তথ্য জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী অসুস্থ থাকায় এবারের সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। ডি-৮ সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ১৮ অক্টোবর থেকে। শুরুতে কমিশনের বৈঠকসহ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। আর মূল অনুষ্ঠান শুরু হয়েছে গতকাল থেকে। সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর সরকারপ্রধানরা অংশগ্রহণ করেন। বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে। সম্মেলনে সদস্য দেশগুলোর প্রতিনিধিরা রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি মানবিক আচরণ করায় বাংলাদেশের প্রতি সাধুবাদ জানায়। এই ধরনের মানবিক সিদ্ধান্তের কারণে বিভিন্ন দেশের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। এর সঙ্গে রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ডি-৮ সম্মেলনে অংশগ্রহণ করা সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা।

সর্বশেষ খবর