মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

চালু হলো বন্ধ ৭ পাট কল

১৭ হাজার ৮৬৩ জন শ্রমিকের কর্মসংস্থান ♦ হস্তান্তরের শর্ত লঙ্ঘন করায় ফেরত নিয়েছে ৯টি মিল

বিশেষ প্রতিনিধি

জোট সরকারের আমল থেকে নানা কারণে বন্ধ থাকা ৭টি পাট ও বস্ত্র মিল পুনরায় চালু করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে ১৭ হাজার ৮৬৩ জন শ্রমিকের নতুন কর্মসংস্থান সম্ভব হয়েছে। মন্ত্রণালয়ের উদ্যমী প্রতিমন্ত্রী মির্জা আজমের ব্যক্তিগত তত্পরতায় এসব বন্ধ মিল চালু করে বিপুলসংখ্যক মানুষের কাজের সুযোগ করা হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া সরকারের সঙ্গে চুক্তির শর্ত লঙ্ঘন করায় ব্যক্তি মালিকানায় বিক্রি করে দেওয়া ৯টি পাট ও বস্ত্র মিল পুনঃগ্রহণ (টেকব্যাক) করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এসব মিলও পর্যায়ক্রমে চালু করে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে বলে জানা গেছে।

সূত্র জানায়, ২০১৪ সালের ১৩ জানুয়ারি মির্জা আজম বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকেই বন্ধ মিলগুলো চালু করার উদ্যোগ নেন। তারই প্রচেষ্টায় বন্ধ থাকা পাঁচটি জুট মিল ও দুটি টেক্সটাইল মিল চালু করা হয়েছে। বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজিএমসি) আওতাধীন চালু হওয়া পাঁচটি জুট মিল হচ্ছে— খালিশপুর জুট মিলস লি., দৌলতপুর জুট মিলস লি., জাতীয় জুট মিলস লি., কর্ণফুলী জুট মিলস লি. এবং ফোরাত কর্ণফুলী কার্পেট মিলস লি.। বন্ধ থাকা এই পাঁচটি জুট মিল চালুর মাধ্যমে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। একই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) আওতাধীন রাঙামাটি টেক্সটাইল মিলস লি. ও দারোয়ানি টেক্সটাইল মিলস লি. চালু করা হয়েছে। এ দুটি টেক্সটাইল মিল চালুর মাধ্যমে ৭ হাজার ৮৬৩ জন শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এদিকে বেসরকারি খাতে বিক্রি করে দেওয়া ৯টি পাট ও বস্ত্র মিলকে বিক্রয় চুক্তির শর্ত লঙ্ঘনের দায়ে চুক্তি বাতিল করে নিজের তত্ত্বাবধানে নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। সর্বশেষ গত শুক্রবার কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস লি. শর্ত ভঙ্গ করায় পুনঃগ্রহণ (টেকব্যাক) করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এর আগে হস্তান্তর চুক্তির শর্ত ভঙ্গ করায় এবং মিলের উৎপাদন বন্ধ রাখায় ৮টি মিল পুনঃগ্রহণ (টেকব্যাক) করেছে মন্ত্রণালয়। মিলগুলোর মধ্যে ৪টি পাটকল এবং ৪টি বস্ত্রকল। সেগুলো হচ্ছে— ফৌজি চটকল জুট মিলস লি., ঘোড়াশাল, পলাশ, নরসিংদী, মাদারীপুর টেক্সটাইল মিলস লি., ব্রাহ্মণবাড়িয়ার কোকিল টেক্সটাইল মিলস লি., মাদারীপুরের এ আর হাওলাদার জুট মিলস লি., চট্টগ্রামের ঈগল স্টার টেক্সটাইল মিলস লি. ও জলিল টেক্সটাইল মিলস লি.।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর