শিরোনাম
রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
উত্তরা গণভবনে গাছ কাটা

কর্মকর্তাদের বাদ দিয়ে ঠিকাদারের বিরুদ্ধে মামলা

নাটোর প্রতিনিধি

নাটোরের উত্তরা গণভবনের শত বছরের ঐতিহ্যবাহী গাছ কাটার ঘটনায় শেষ পর্যন্ত কর্মকর্তাদের বাদ দিয়ে ঠিকাদারের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে জেলা প্রশাসনের সহকারী নাজির মমতাজ আলী বাদী হয়ে ঠিকাদার সোহেল ফয়সালকে আসামি করে নাটোর সদর থানায় মামলাটি করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, গণভবনের ভিতরের শত বছরের ঐতিহ্যবাহী গাছ কাটার ঘটনায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান ও গণপূর্তের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে ঠিকাদার সোহেল ফয়সাল টেন্ডারের অতিরিক্ত ১ হাজার ৯২ ঘনফুট কাঠ ও ১৪২ ঘনফুট গাছের ডালপালা কেটে নেন। যার সত্যতা পাওয়া যায় তদন্ত কমিটির প্রতিবেদনে। এ তথ্য পাওয়ার পর প্রতিবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করে জেলা প্রশাসন। পরে বৃহস্পতিবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় অভিযুক্ত ঠিকাদার সোহেল ফয়সালের বিরুদ্ধে মামলা করার জন্য নির্দেশনা প্রদান করে। এরই আলোকে শুক্রবার রাতে জেলা প্রশাসনের সহকারী নাজির মমতাজ আলী বাদী হয়ে ঠিকাদার সোহেল ফয়সালকে আসামি করে থানায় মামলাটি দায়ের করেন। এরপর সোহেল ফয়সালকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। উল্লেখ্য, নাটোরের উত্তরা গণভবনের ভিতরে সম্প্রতি ঝড়ে ভেঙে পড়া এবং মরে যাওয়া দুটি আম, একটি মেহগনিসহ কিছু গাছের ডালপালা কাটার টেন্ডারের নামে লাখ লাখ টাকার শত বছরের ঐতিহ্যবাহী তাজা গাছ কাটার অভিযোগ পাওয়া যায় ঠিকাদারের বিরুদ্ধে। আর এই গাছ কাটার কাজে সহযোগিতা করেন গণপূর্ত বিভাগের কর্মকর্তা, গণভবনের তত্ত্বাবধায়ক, বন বিভাগসহ বিভিন্ন সরকারি দফতরের অসাধু কর্মকর্তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর