রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

পটুয়াখালীতে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ছিনতাই

পটুয়াখালী প্রতিনিধি

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের মৌকরণ ব্রিজের দক্ষিণ পাশে গতকাল দুপুর ১২টার দিকে পত্রিকাবাহী গাড়ি গতিরোধ করে চালককে ভয়ভীতি দেখিয়ে দুর্বৃত্তরা ‘বাংলাদেশ প্রতিদিন’-এর সব কটি প্যাকেট ছিনতাই করে নিয়ে গেছে। প্যাকেটে প্রায় ৫০০ কপি পত্রিকা ছিল। বাংলাদেশ প্রতিদিনের গতকালের সংখ্যায় প্রধান সংবাদের শিরোনাম ছিল ‘এমপির স্বামী বলে কথা!’ এতে সংরক্ষিত আসনের এমপি লুত্ফুন নেছার স্বামী আওয়ামী লীগ নেতা সুলতান আহমেদ মৃধার বিরুদ্ধে জমি জবরদখল ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত কাজের বর্ণনা ছিল। এটা জানাজানি হওয়ায় বহু পাঠক পটুয়াখালী শহরের এজেন্টদের কাছে ভিড় করেন। তারা পত্রিকা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। জানা গেছে, পরে তারা বাধ্য হয়ে ই-পেপার থেকে প্রিন্ট করে ফটোকপি করে পত্রিকা পড়েছেন। পত্রিকার প্যাকেট ছিনতাই হয়ে যাওয়ায় হকাররাও ক্ষুব্ধ। বরিশাল বিভাগের পত্রিকা বিক্রেতা প্রতিষ্ঠানের লাইনম্যান আবদুল লতিফ জানান, লেবুখালী ফেরি পার হয়ে পটুয়াখালী শহরে যাওয়ার সময় পথিমধ্যে মৌকরণ ব্রিজের দক্ষিণ পাশে মহাসড়কে তিনটি মোটরসাইকেলে ছয়-সাত জনের একটি দল পত্রিকাবাহী পিকআপটির গতিরোধ করে। দুর্বৃত্তরা গাড়ির ভিতরে ঢুকে বাংলাদেশ প্রতিদিনের প্যাকেট খুঁজছে থাকে। না পেয়ে হুমকি দেয়, প্রতিদিন (বাংলাদেশ প্রতিদিন) না পেলে অন্যসব পত্রিকার প্যাকেটও পুড়িয়ে দেওয়া হবে। একপর্যায়ে তারা প্রতিদিনের প্যাকেট পেয়ে যায়।

পটুয়াখালী সদর সার্কেলের সিনিয়র পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, ‘বাংলাদেশ প্রতিদিনে একটি বিশেষ প্রতিবেদন ছাপা হওয়ায় পত্রিকাটির প্যাকেট ছিনতাই হতে পারে বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছিলেন। তাই লেবুখালী ফেরিঘাটে পুলিশি টহল জোরদার করা হয়েছিল। কীভাবে পত্রিকাগুলো দুর্বৃত্তরা নিয়ে গেছে তা আমরা খতিয়ে দেখছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর