মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সোচ্চার-প্রতিবাদ করা উচিত

গোলাম রহমান

সোচ্চার-প্রতিবাদ করা উচিত

লাগামহীনভাবে দ্রব্যমূল্য বাড়ায় জনগণের সোচ্চার হয়ে প্রতিবাদ করা উচিত বলে মনে করেন ভোক্তা অধিকারবিষয়ক সংগঠন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি ড. গোলাম রহমান। তার মতে, জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে ব্যবসায়ীদের কারসাজি থামছে না। তাই স্বল্প সময়ের জন্য হলেও শাক-সবজি কিছু দিনের জন্য রপ্তানি বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন ক্যাব সভাপতি। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে ক্যাব সভাপতি ড. গোলাম রহমান ভোক্তাদের পরামর্শ দিয়ে বলেন, আমাদের প্রতিবাদ করা উচিত। সোচ্চার হওয়া উচিত। সরকারেরও দ্রব্যমূল্য বৃদ্ধির লাগাম টেনে ধরার চেষ্টা করা উচিত। সরকার এখন চালের দাম কমানোর চেষ্টা করছে। দামও একটু কমছে। ক্যাব সভাপতি বলেন, চালের মজুদ যে পর্যন্ত ৮ থেকে ১০ লাখ টন না হবে, সে পর্যন্ত ব্যবসায়ীদের কারসাজি থামবে না। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেজন্য ব্যবসায়ীদের ওপর নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি বাজারের কারসাজি অন্য ব্যবসায়ীদের সাহসী করে তুলেছে।

তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। আবার রাস্তাঘাটে যেন প্রতিবন্ধকতা না থাকে, সেই ব্যবস্থা করতে হবে। পাশাপাশি স্বল্প মেয়াদে আমরা যে শাক-সবজি বিদেশে রপ্তানি করি, তা কিছু দিনের জন্য বন্ধ রাখা।

সর্বশেষ খবর