মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সিভিল সোসাইটির চুপ থাকা দুঃখজনক

ড. সালেহউদ্দিন আহমেদ

সিভিল সোসাইটির চুপ থাকা দুঃখজনক

দেশের সুশীল সমাজ বা সিভিল সোসাইটি বিভিন্ন বিষয়ে কথা বললেও, জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে কথা বলছেন না, তাদের চুপ থাকা অত্যন্ত দুঃখজনক বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। তার মতে, সরকারকে একটু চাপ দেওয়া দরকার নাগরিকদের। তাতে সরকার কিছুটা বাধ্য হবে জিনিসপত্রের দাম কমাতে। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে জবাবদিহিতা নেই। সুশাসনের অভাব আছে। দক্ষতার অভাব আছে। স্বচ্ছতার অভাব। এসব কিছুরই একটা প্রতিফলন জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশে দ্রব্যমূল্য বাড়ছে, এটা বাস্তব সত্য। সবাই টের পাচ্ছেন। মানুষ টের পেয়েও কিছু বলছে না। কারণ— বলে তেমন কোনো সমাধান হয় না। এর আগে মানুষ অনেক সমস্যা নিয়ে কথা বলেছেন, সমাধান হয় না। এখানে মূল দায়িত্ব সরকারের। তাদের সংস্থাগুলোও পারছে না। সরকারও জিনিসপত্রের দাম নিয়ে কিছু বলছে না। তবে সরকার কিছু না বললেও, কিছু করা দরকার। কেন দাম বাড়ছে, সেই কারণগুলো খুঁজে বের করা দরকার। দেশবরেণ্য এই অর্থনীতিবিদ আরও বলেন, উৎপাদন নাকি আমদানির কারণে দাম বাড়ছে, সেটা দেখা দরকার। মজুদদারদের ওপর নজরদারি রাখা দরকার। এই জিনিসগুলো চিহ্নিতকরণ খুব বেশি কঠিন নয়। কিন্তু দ্রুত এটা দেখে সরকারের সমাধান করা উচিত। লোকজন বলুক আর না বুলক। কেননা— নাগরিকের সেবা দেওয়া সরকারের দায়িত্ব।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, জনগণের কষ্টগুলো নিয়ে সিভিল সোসাইটি কথা বলতে পারে। তারা নানা বিষয় নিয়ে কথা বলে। এমনকি ছোটখাটো তুচ্ছ বিষয় নিয়ে সিভিল সোসাইটি সেমিনার করে। এই দিবস, ওই দিবস পালন করে। কিন্তু মানুষের জীবনের মূল বিষয় খাদ্যদ্রব্য নিয়ে সিভিল সোসাইটিকে কথা বলতে দেখছি না। তাদের বের হয়ে আসতে হবে। এখানে সব নাগরিকের বলা দরকার।

সর্বশেষ খবর