মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
৩৪তম বিসিএস

পাঁচ প্রতিবন্ধী প্রার্থীকে নিয়োগের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

৩৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ প্রতিবন্ধী প্রার্থীকে ৬০ দিনের মধ্যে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। ওই পাঁচজনের করা রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর এবং বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ গত রবিবার এ রায় দেয়। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী এ বি এম সিদ্দিকুর রহমান খান ও মোহাম্মদ শফিকুল ইসলাম। পিএসসির পক্ষে ছিলেন আইনজীবী মো. খালেকুজ্জামান। গতকাল আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, রায়ে ওই পাঁচ প্রার্থীকে ৬০ দিনের মধ্যে ৩৪তম বিসিএসে নিয়োগের সুপারিশ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ৩৪তম বিসিএসের ২ হাজারের বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করে পিএসসি। তাতে তিনজন প্রতিবন্ধীকে ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। ২০১২ সালের ১২ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা গেজেটের ‘ক’ অংশ অনুযায়ী, সরকারি চাকরিতে ১ শতাংশ পদ প্রতিবন্ধী প্রার্থীদের মধ্য  থেকে পূরণের বিধান রয়েছে। নিয়োগের সুপারিশে ওই ১ শতাংশ কোটা পূরণ না হওয়ায় ননক্যাডার তালিকায় থাকা ওই পাঁচ প্রতিবন্ধী প্রার্থী রিট করেন। শুনানি করে ২০১৫ সালের ১৬ নভেম্বর রুল জারি করে হাই কোর্ট।

 

সর্বশেষ খবর