বুধবার, ১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
পুলিশ হেফাজতে মৃত্যু

আরও তদন্তের নির্দেশ আদালতের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় পুলিশি হেফাজতে থাকা রিমান্ডের আসামি মাহফুজুর রহমানের মৃত্যুর ঘটনায় থানার ওসিসহ আটজনের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলায় দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদীর নারাজি আবেদন গ্রহণ করেছে আদালত। শুনানি শেষে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুস সালাম মামলাটি অধিকতর তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন। থানা হাজতে আসামি মাহফুজের মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা উল্লেখ করে আসামিদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে গত ৫ অক্টোবর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তৎকালীন        তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের তদন্ত শাখার ওসি রেজাউল হাসান। কিন্তু পুলিশের এই প্রতিবেদনকে প্রত্যাখ্যান করে সোমবার আদালতে নারাজির আবেদন করেন মামলার বাদী নিহত মাহফুজুর রহমানের বড় ভাই শাহিনুর আলম মৃধা। শুনানিকালে বাদী পক্ষের আইনজীবী আকরামুল ইসলাম আদালতকে জানান, তদন্তকারী কর্মকর্তা রেজাউল হাসান মামলার বিষয়ে বাদী ও স্বাক্ষীদের কোনো বক্তব্য নেননি। এমনকি ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন না করেই নিজের খেয়াল খুশি মতো চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর