বুধবার, ১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

মৈত্রী এক্সপ্রেসে কলকাতা যাত্রা ৬ ঘণ্টায়

দীপক দেবনাথ, কলকাতা

আগামী মাস থেকেই ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী ‘মৈত্রী এক্সপ্রেস’ আরও দ্রুত ও উন্নতমানের পরিষেবা দেবে। বিমানের মতো এবার থেকে এই ট্রেনের যাত্রীদেরও ইমিগ্রেশন, কাস্টমসসহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা যাত্রা স্টেশনেই সম্পন্ন হবে। অর্থাৎ যারা কলকাতা থেকে ঢাকার উদ্দেশে যাবেন তাদের পরীক্ষা-নিরীক্ষা হবে কলকাতা (চিত্পুর) রেল স্টেশনে, অন্যদিকে ঢাকা থেকে কলকাতার যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা হবে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনে। আর এতে যাত্রাপথের সময় কমে গিয়ে ছয় থেকে সাত ঘণ্টায় নেমে আসবে। মৈত্রী এক্সপ্রেসই হলো ভারতের একমাত্র আন্তর্জাতিক ট্রেন, যেটি সরাসরি অন্য রাষ্ট্রে যায়। ইমিগ্রেশনের কাজ সারতে মাঝপথেই প্রায় দুই থেকে তিন ঘণ্টা সময় চলে যায়। এ ব্যাপারে ভারতীয় রেলের এক কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরেই যাত্রীদের তরফে এই ঝক্কি কমানোর জন্য দাবি ছিল এবং তাদের সেই দাবি মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ইমিগ্রেশন ও কাস্টমসের পরীক্ষা-নিরীক্ষা যাত্রা স্টেশনেই সম্পন্ন হওয়ার কারণে যাত্রীদের আর মাঝপথে নামতে হবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর