বুধবার, ১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

খালাফ হত্যা মামলায় আপিলের রায় আজ

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার আপিলের পুনঃশুনানি শেষ হয়েছে। আজ এ বিষয়ে রায় ঘোষণা করা হবে। দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ গতকাল এ আদেশ দেয়। এর আগে ১০ অক্টোবর মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে ওইদিন আদালত রায় ঘোষণা না করে আপিলের পুনঃশুনানির দিন ধার্য করে।

আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আসামিপক্ষে ছিলেন আইনজীবী সিকদার মকবুল হক। ২০১২ সালের ৫ মার্চ মধ্যরাতে রাজধানীর গুলশান কূটনৈতিক এলাকার বাসার সামনে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী। ৬ মার্চ ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৪ জুন সাইফুল ইসলাম মামুন, আকবর আলী লালু ওরফে রনি ও আল আমীন নামে তিনজনকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি টিম।

সর্বশেষ খবর