বুধবার, ১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

সাংবাদিক নির্যাতনে বাংলাদেশ দশম

শীর্ষে সোমালিয়া

প্রতিদিন ডেস্ক

সাংবাদিক নির্যাতনের ঘটনায় বিশ্বে দশম স্থানে বাংলাদেশ। আর সোমালিয়া টানা তৃতীয়বারের মতো শীর্ষস্থান দখল করে রেখেছে। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের (সিপিজে) এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।  প্রতিবেদন অনুসারে, সোমালিয়ায় সবচেয়ে বেশি সাংবাদিক হত্যার ঘটনা ঘটে চলেছে। মঙ্গলবার ‘টেনথ অ্যানুয়াল ইমপিউনিটি ইনডেক্স’ শীর্ষক ওই প্রতিবেদন প্রকাশ করে সিপিজে। এতে বলা হয়, দীর্ঘদিন ধরে  গৃহযুদ্ধকবলিত সোমালিয়ায় গত এক দশকে দুই ডজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। প্রতিবেদন অনুসারে, গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়া দ্বিতীয় স্থানে, ইরাক তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ দক্ষিণ সুদান এবং পঞ্চম ফিলিইপাইন।  ষষ্ঠ মেক্সিকো, সপ্তম পাকিস্তান, অষ্টম ব্রাজিল, নবম রাশিয়া, ১১তম নাইজেরিয়া ও ১২তম স্থানে ভারত।

সর্বশেষ খবর