সোমবার, ২০ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

এমপি রানার জামিন আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক

এমপি রানার জামিন আবেদন খারিজ

মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য আমানুর রহমান খান রানার জামিনের আবেদন খারিজ করেছে হাই কোর্ট। এ বিষয়ে জারি করা রুল খারিজ করে গতকাল বিচারপতি বোরহান উদ্দিন এবং বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। ১৬ নভেম্বর শুনানি শেষে গতকাল রায়ের দিন ধার্য ছিল। রানার পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজিবুর রহমান শুনানি করেন। ডিএজি নজিবুর রহমান সাংবাদিকদের বলেন, ছয় মাসের মধ্যে বিচারিক আদালতে রানার মামলা নিষ্পত্তি করতে বলা হয়েছে। শুনানির প্রতি ধার্য তারিখে রানাকে আদালতে হাজির করতে বলা হয়েছে।

১৯ অক্টোবর এমপি রানাকে হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত রেখে ১৪ ডিসেম্বরের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দেয় আপিল বিভাগ। এর আগে ১৩ এপ্রিল হাই কোর্ট থেকে তিনি জামিন পান। জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে ১৬ এপ্রিল তিন দিনের জন্য জামিন স্থগিত করে চেম্বার আদালত। ১৮ এপ্রিল চেম্বার আদালত স্থগিতাদেশের মেয়াদ ৮ মে পর্যন্ত বৃদ্ধি করে বিষয়টি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়। ৮ মে আপিল বিভাগ শুনানি চার মাসের জন্য মুলতবি করে। ২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ স্থানীয় কলেজপাড়ার বাসার কাছ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় পরে এমপি রানাকে আসামি করা হয়। গত বছরের ১৮ সেপ্টেম্বর তিনি আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়।

সর্বশেষ খবর