সোমবার, ২০ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে অনশন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় গৃহকর বাড়ানোর প্রতিবাদে প্রতীকী অনশন করেছে কয়েকটি রাজনৈতিক সংগঠন। গতকাল বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি আয়োজন করে সমাজতান্ত্রিক মজদুর পার্টি, গণমোর্চা, বাংলাদেশ আম-জনতা ইনসাফ পার্টি ও বাংলাদেশ দেশপ্রেমিক পার্টি। বাংলাদেশ দেশপ্রেমিক পার্টির চেয়ারম্যান অধ্যক্ষ ডা. গোলাম মোর্শেদ হাওলাদারের সভাপতিত্বে কর্মসূচিতে বাংলাদেশ আমজনতা ইনসাফ পার্টির সভাপতি হাসান, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম, ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশের মহাসচিব কাজী আমানুল্লাহ মাহফুজ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মীর মোফাজ্জল হোসেন বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন গণমোর্চার সমন্বয়কারী মোহাম্মদ মাসুম। বক্তারা বলেন, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন অযৌক্তিকভাবে হোল্ডিং ট্যাক্স বাড়িয়েছে। কারও কারও ওপর এ করের পরিমাণ ৩০ গুণ বেশি আরোপ করা হয়েছে। অতিরিক্ত এ গৃহকর শেষে ভাড়াটিয়াদের ওপরই চাপাবে বাড়িওয়ালারা। ফলে লাখ লাখ ভাড়াটিয়া দুর্ভোগে পড়বেন। এই সুযোগে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ঘুষ-দুর্নীতিতে লিপ্ত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন বক্তারা। বাড়িওয়ালাদের অযৌক্তিক ভাড়া বাড়ানোসহ নানা দুর্ভোগ থেকে ভাড়াটিয়াদের বাঁচাতে ‘বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১’ এর কঠোর বাস্তবায়নের দাবি জানান তারা।

সর্বশেষ খবর