সোমবার, ২০ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
সিডরে নিখোঁজ

ফিরে এলেন ১০ বছর পর

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের সময় নিখোঁজ হয়েছিলেন তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের জেলে হানিফ গাজী। অক্ষত অবস্থায় ফিরেছেন গত শনিবার। এরই মধ্যে কেটে গেছে ১০ বছর। দীর্ঘদিন পর ছেলেকে পেয়ে খুশির শেষ নেই বাবা মোনসের গাজীর। হানিফকে দেখতে শত শত মানুষ ভিড় করছেন তার বাড়িতে।     জানা যায়, ২০০৭ সালের ১৫ নভেম্বর সিডর আঘাত হানার পাঁচ দিন আগে তেঁতুলবাড়িয়া গ্রামের নুরু সিকদারের ট্রলারে ১৫ জেলে সাগরে মাছ ধরতে যান। এর দুই দিন পর ওই ট্রলারের ইঞ্জিন বিকল হয়। এ সময় ছয় জেলে অপর একটি ট্রলারে তীরে আসেন। সিডরের রাতে সাগরের প্রচণ্ড ঢেউয়ে ডুবে যায় নুরু শিকদারের ট্রলারটি। নিখোঁজ হন ওই ট্রলারে থাকা সবাই। এ তালিকায় ছিলেন হানিফ গাজীও। বহু খোঁজাখুঁজির পর আশা ছেড়ে দিয়েছিল পরিবার। হানিফ বেঁচে নেই ভেবে সিডরের দুই বছর পর তার স্ত্রী অন্যত্র বিয়ে বসেন। গত ১৫ দিন ধরে তেঁতুলবাড়িয়া ও জলায়ভাঙ্গা এলাকায় হানিফ মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করছিলেন। শনিবার বিকালে দেখা হয় তার মেজ ভাই শুক্কর গাজীর সঙ্গে। ওই সময় শুক্কর হানিফকে খাওয়ানোর জন্য বাড়ি ডেকে নেন। পরে বাড়ির মহিলারা তাকে শনাক্ত করেন। তখন হানিফের বাবা বাড়িতে ছিলেন না। খবর পেয়ে এসে ছেলেকে প্রথমে চিনতে না পারলেও পরে নাভির ওপর ও পিঠে কালো দাগ দেখে নিশ্চিত হন। হানিফের বাবা মোনসের বলেন, ‘মুই হারাইন্না পোলা ১০ বচ্ছর পরে ফিররা পাইছি। মোর আর আল্লার কাছে কিছুই চাওয়ার নাই। কিন্তু মুই গরিব মানু, কি দিয়া পোলারে চিহিসা হরামু’। উল্লেখ্য, এর আগে সিডরে নিখোঁজ হওয়া আমতলীর ঘটখালী গ্রামের এনসান আলীর ছেলে সোহেল (২৮) এ বছর জুন মাসে বাড়ি ফিরে আসেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর