বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

পোপ আসছেন কাল

‘রোহিঙ্গা’ শব্দ বলেননি মিয়ানমারে

কূটনৈতিক প্রতিবেদক

পোপ আসছেন কাল

বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস আগামীকাল তিন দিনের সফরে ঢাকা আসছেন। শান্তির বার্তা নিয়ে বাংলাদেশ সফরে পোপ কাটাবেন ব্যস্ত সময়। ধর্মীয় উপাসনার পাশাপাশি ঢাকায় ভ্যাটিকান সিটির প্রধান হিসেবে পোপ কয়েকটি রাষ্ট্রীয় অনুষ্ঠানেও অংশ নেবেন। রোহিঙ্গা ইস্যুতে দক্ষিণ এশিয়ায় পোপ ফ্রান্সিসের প্রথম এই সফরে বর্তমানে তিনি মিয়ানমারে রয়েছেন। গতকাল মিয়ানমারে তিনি দেশটির সেনাপ্রধানসহ বিভিন্ন প্রতিনিধির সঙ্গে আলোচনা করেছেন। আগের দিন কথা বলেছেন মিয়ানমারের নেত্রী অং সান সু চির সঙ্গে। সফরসূচি অনুসারে, মিয়ানমার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চাটার্ড ফ্লাইটে আগামীকাল ঢাকায় পৌঁছবেন পোপ। বিমানবন্দর থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। পরে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবভনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন পোপ। বঙ্গভবনে বাংলাদেশের সুশীল সমাজ ও কূটনীতিকদের সঙ্গে এক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি। পরদিন শুক্রবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খ্রিস্টধর্মীয় উপাসনা ও যাজকদের অনুষ্ঠানে যোগ দেবেন পোপ ফ্রান্সিস, সেখানে বক্তব্যও রাখবেন তিনি। বিকালে ঢাকার ভ্যাটিকান দূতাবাস পরিদর্শনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হবে পোপের। পরে ক্যাথিড্রাল পরিদর্শন ও বাংলাদেশের বিশপদের সঙ্গে বিশেষ বৈঠক এবং আন্তধর্মীয় ও আন্তমাণ্ডলিক সমাবেশে বক্তব্য রাখবেন পোপ।

শনিবার একাধিক কর্মসূচি শেষে বিকালে ঢাকা ত্যাগ করবেন পোপ ফ্রান্সিস।

উচ্ছ্বাসিত বরিশালের খ্রিস্টান সম্প্রদায় : পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফর উপলক্ষে গতকাল নগরীর সদর রোড সাধু পিতরের ক্যাথিড্রাল চার্চে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বরিশালের ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। লিখিত বক্তব্যে সাধু পিতরের ক্যাথিড্রাল চার্চের পাল পুরোহিত ফাদার মাইকেল মিলন দেউরি বলেন, ঢাকায় পোপ ফ্রান্সিসের ধর্মীয় অনুষ্ঠানে বরিশালের ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। আগামীকাল পোপ ফ্রান্সিসের ধর্মীয় সমাবেশে বৃহত্তর বরিশাল ও ফরিদপুর থেকে মোট ২ হাজার প্রতিনিধি অংশ নেবেন। তার মধ্যে একজন বিশপ, ১৮ জন ফাদার, ছয়জন ব্রাদার ও ৫১ জন সিস্টার রয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর